র্যাম্পে পড়ে আছেন ব্রাজিলীয় মডেল টেলস সোরেস। ছবি: এপি।
ব্রাজিলের সাও পাওলো শহরে শনিবার আয়োজন করা হয়েছিল ফ্যাশন শোয়ের। সে শো-তে নামকরা ডিজাইনারদের সৃষ্টি র্যাম্পে তুলে ধরছিলেন মডেলরা। ভালোই চলছিল মডেলদের ক্যাট ওয়াক। হঠাৎই তাল কাটল মাঝপথে। র্যাম্পে হেঁটে ব্রাজিলীয় মডেল যখন ফিরে যাচ্ছেন, তখন র্যাম্পের উপর হঠাৎই পড়ে গেলেন। স্বাভাবিক কারণেই এই মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে।
ক্যাট ওয়াক করে ফিরে যাওয়ার সময় র্যাম্পে পড়ে যাওয়া ওই ব্রাজিলীয় মডেলের নাম টেলস সোরেস। তাঁর বয়স ২৬ বছর। র্যাম্পে তিনি পড়ে যাওয়ার পরই ছুটে আসেন ফ্যাশন শো-তে উপস্থিত মেডিক্যাল টিম। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ফ্যাশন ইভেন্টের মধ্যে ওই মডেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাও পাওলো ফ্যাশন উইকের আয়োজকরা। এক বিবৃতিতে তারা বলেছে, ‘‘টেলস সোরেসের মৃত্যুর খবর খুব বেদনাদায়ক। আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’’ তবে কী কারণে মৃত্যু হল ওই মডেলের সে কথা আয়োজকদের তরফে এখনও জানানো হয়নি।
সাও পাওলো ফ্যাশন উইকের র্যাম্প থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ব্রজিলীয় মডেলকে। ছবি: এপি।
আরও পড়ুন: সামনে এল কলম্বোর হোটেলে বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ