এখানেই ঘটে বিস্ফোরণ। ছবি :রয়টার্স।
প্রার্থনার জন্য তখন একে একে জমা হচ্ছেন সকলে। পাকিস্তানের পারাচিনারের শিয়া মসজিদের বাইরে বেশ ভিড় জমেছে। তার মাঝেই আচমকা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল কয়েকটি দেহ। শুক্রবার পারাচিনারের সেন্ট্রাল বাজারের এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২২ জনের। গুরুতর জখম হয়েছেন অন্তত ৫৭ জন। নিকটবর্তী হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে। এই বিস্ফোরণের দায় এখনও কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ।
এক প্রত্যক্ষদর্শী জানান, বিকট একটা শব্দ হয়। কিছু বুঝে ওঠার আগেই যে যার মতো ছুটতে শুরু করেন। একটু পরে বোঝা যায়, মসজিদের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ওই বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন: ঘণ্টায় ৭৪০০ কিমি-র নতুন ক্ষেপণাস্ত্র রাশিয়ার, উদ্বেগে গোটা পৃথিবীই!