ছবি: এ পি
শুনানি এগোচ্ছিল, আর মাথা নিচু করে চোখের জল মুছছিলেন অস্কার পিস্টোরিয়াস। দক্ষিণ আফ্রিকান ‘ব্লেড রানার’-এর কৌঁসুলি তাঁকে অনুরোধ করলেন, নকল পা দু’টো খুলে হেঁটে দেখান। কাটা দু’পায়ে ভর করে টলতে টলতে বিচারকের আসনের দিকে এগিয়ে গেলেন অস্কার। বান্ধবীকে গুলি করে খুন করার মামলায় দোষী সাব্যস্ত অস্কার ১৫ বছরের কারাদণ্ডের মুখে দাঁড়িয়ে সাজা কমানোর শেষ চেষ্টা চালাচ্ছেন। তাঁর কৌঁসুলির যুক্তি, অস্কারের মতো প্রতিবন্ধীর পক্ষে ইচ্ছে করে কাউকে খুন করা অসম্ভব। সেটা বোঝাতেই ভিডিও ক্যামেরার সামনে তাঁকে হাঁটতে বলা। অস্কা