বিরাট স্বীকারোক্তি পাকিস্তানের। পঠানকোটের হামলাকারীরা পাকিস্তান থেকেই ভারতে ঢুকেছিল বলে জানাল ইসলামাবাদ। যদিও এ বিষয়ে নয়াদিল্লি আর ইসলামাবাদের মধ্যে কোনও লিখিত বার্তার আদান-প্রদান হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু পাকিস্তানের মিডিয়া জানাচ্ছে, সে দেশের সরকারের উচ্চপদস্থ কর্তারাই এ কথা জানিয়েছেন।
ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম বার এমন ঘটনা ঘটল। ১৯৮৮ সালের পর থেকে অসংখ্য ছোট-বড় জঙ্গি হামলার শিকার হয়েছে ভারত। অধিকাংশ ক্ষেত্রেই হামলার ছক কষা হয়েছে পাকিস্তানে। জঙ্গিরা এসেচেও পাকিস্তান থেকে। কিন্তু পাকিস্তান কোনও দিন স্বীকার করেনি, সে দেশের মাটি থেকে ভারতে সন্ত্রাস রফতানি করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমে বৃহস্পতিবার সকাল থেকে পঠানকোট হামলার তদন্ত নিয়ে যে খবর প্রকাশ পাচ্ছে, তা যদি সত্যি হয়, তা হলে এই ঘটনা বেনজির। পাকিস্তান সরকারের বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন, পঠানকোটে হামলাকারীরা পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে তদন্তে জানা গিয়েছে। পাক মিডিয়ার দাবি সে রকমই। ভারতে হামলার চক্রান্ত যে বার বার পাকিস্তানের মাটি থেকেই হয়, ইসলামাবাদ তা মেনে নেওয়ায়, গোটা বিশ্বের সামনে ভারতের দীর্ঘ দিনের অভিযোগই এ বার প্রতিষ্ঠা পাচ্ছে।