পাক পার্লামেন্টে বিবাদ

পার্লামেন্টের যৌথ অধিবেশনে বিবাদে জড়ালেন পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ়-এর (পিএমএল-এন) সেনেটর মুশাহিদুল্লা খান এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধরি।

Advertisement

সংবাদ সংস্থা 

ইসলামাবাদ শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৯ ০১:০৭
Share:

অধিবেশন চলাকালীন বিবাদে জড়িয়ে পড়েন দই নেতা। —ফাইল চিত্র।

ভারতীয় সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্ত নিয়ে চলছিল বির্তক। সেই সময়ে পার্লামেন্টের যৌথ অধিবেশনে বিবাদে জড়ালেন পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ়-এর (পিএমএল-এন) সেনেটর মুশাহিদুল্লা খান এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধরি। ‘পার্লামেন্ট-বিরোধী’ ভাষা ব্যবহারের জন্য বিষয়টিতে হস্তক্ষেপ করেন সেনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি। পার্লামেন্টের পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করেন ন্যাশনাল অ্যাসেমব্লি-র স্পিকার আসাদ কাইজ়ার। সেনেটর খানের বক্তৃতার মাঝে বাধা দেন পাক তেহরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ। তিনি এমন সব শব্দ ব্যবহার করেন যাতে

Advertisement

চটে যান পিএমএল-এন নেতা। মুশাহিদুল্লা বলেন, ‘‘ওঁকে (ফাওয়াদ) কি কেউ থামাবেন? অন্যদের কী ভাবে সম্মান করতে হয়, তা শিখতে ওঁর কিছুটা সময়ের প্রয়োজন।’’ তার পরেও ফাওয়াদ ফের মুশাহিদুল্লার উপরে চড়াও হতে যান বলে অভিযোগ। বাকি সদস্যেরা থামান তাঁকে। দুই দলের প্রতিনিধিদেরও শান্ত করেন বাকিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement