সাতক্ষীরা সীমান্তে ভোর রাতে খুন বিজিবি কম্যান্ডার

সাতক্ষীরা জেলার ভোমরায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-র কম্যান্ডার নজরুল ইসলাম আজ ভোর রাতে খুন হয়েছেন। ভারতের ঘোজাডাঙার উল্টো দিকে এই ভোমরা সীমান্ত জেএমবি-র বোমা পাচারের অন্যতম পথ হিসেবে চিহ্নিত করেছে এনআইএ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৪ ০৩:১২
Share:

সাতক্ষীরা জেলার ভোমরায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-র কম্যান্ডার নজরুল ইসলাম আজ ভোর রাতে খুন হয়েছেন। ভারতের ঘোজাডাঙার উল্টো দিকে এই ভোমরা সীমান্ত জেএমবি-র বোমা পাচারের অন্যতম পথ হিসেবে চিহ্নিত করেছে এনআইএ। বধর্মানের খাগড়াগড় বিস্ফোরণের পরে জেএমবি-র কয়েক জন মাথা এই পথে বাংলাদেশে পালিয়েছে বলেও অনুমান করছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীদাঁড়িতে সীমান্তের কাছে টহলদারির সময়ে এক দল চোরাচালানি বিজিবি-র এই কোম্পানি কম্যান্ডারের ওপর হামলা চালায়। সাতক্ষীরা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

সাতক্ষীরার এই অঞ্চল চোরাকারবারিদের স্বর্গ। ভারতের স্বারাষ্ট্র মন্ত্রক থেকে কিছু সুনির্দিষ্ট তথ্য আসার পরে বিজিবি এখানে টহলদারি জোরদার করেছিল। অভিযোগ, রসুনের বস্তায় মাদক ও অস্ত্র চোরাচালান হয় এই পথে। বিজিবি সূত্রের খবর, সোর্স মারফৎ কিছু খবর পেয়ে বেলাল নামে এক সিপাহিকে মোটরসাইকেলের পিছনে চাপিয়ে ভোর রাতে লক্ষ্মীদাঁড়ির রিং বাঁধে যান ভোমরায় মোতায়েন বিজিবি বাহিনীর প্রধান নজরুল। কয়েক জন চোরাচালানির সঙ্গে থাকা রসুনের বস্তা খুলে দেখাতে বললে তারা রাজি হয় না। তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর পরে আরও কিছু লোক এসে নজরুলকে ঘিরে ধরে আক্রমণ করে। মারের চোটে তিনি মাটিতে পড়ে জ্ঞান হারান। সঙ্গী বেলালের ফোন পেয়ে বিজিবি-র আরও সদস্য দ্রুত ঘটনাস্থলে যান। তাঁরাই নজরুলকে হাসপাতালে নিয়ে আসেন। বিজিবি-র ৩৮ ব্যাটেলিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বক্সি নজরুলের খুন হওয়ার খবর জানালেও, কারা এই হামলা চালিয়েছে সে প্রশ্নে নীরব থাকেন। পুলিশ এলাকার দুই চোরাচালানিকে জিজ্ঞাসাবাদ করছে। জঙ্গিরা এই খুনে জড়িত কি না, তা-ও জানার চেষ্টা চলছে।

জঙ্গিরাজ সিডনিতে

Advertisement

পশ্চিম এশিয়ার লড়াই ছড়াল অস্ট্রেলিয়ায়। ইরাক ও সিরিয়ায় ধর্মীয় ও রাজনৈতিক আধিপত্য স্থাপনে তৎপর জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া) প্রভাবে দেশে অশান্তি বাড়ছে বলে অভিযোগ অস্ট্রেলিয়ার ধর্মীয় প্রধানদেরা। সিডনির জামাল দাউদ নামে ৪৭ বছরের এক শিয়া সম্প্রদায়ের প্রধানের কথায়, “অশান্তি বাড়ছে। কম বয়সীদের মধ্যে আইএসআইএস-এর প্রভাব পড়ছে।” গত সোমবারই সিডনির রাস্তায় এক শিয়া ধর্মীয় প্রধান গুলিবিদ্ধ হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement