প্রতীকী ছবি।
দশ সেকেন্ডের ভিডিও। তাতেই শোরগোল পড়ে গেল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। একটি ব্রিটিশ সংবাদ চ্যানেলে খবর পাঠ করছেন সঞ্চালিকা। পিছনে পর্দায় ও কী! খবর তো নয়, বরং চলছে ‘নিষিদ্ধ’ দৃশ্য। ঘনিষ্ঠ ভাবে যুগল...।
সোমবার রাতে টিভিতে খবর দেখতে বসে এমনই ঘটনার সাক্ষী হন জনৈক দর্শক। কিন্তু একা দেখে ক্ষান্ত হননি। খবরের কিছুটা অংশ রেকর্ড করে ফেসবুকে পোস্ট করে দেন তিনি। নিমেষে ছড়িয়ে পড়ে তা।
ভিডিওতে দেখা যাচ্ছে, গুরুগম্ভীর মুখে খবর পড়ে চলেছেন পাঠিকা। চোখ চলে যায় পিছনে। সংবাদ পাঠিকার পিছনে সারি দিয়ে রাখা বেশ কিছু কম্পিউটার। তারই মধ্যে একটিতে চলছে ‘নিষিদ্ধ’ ছবি। কম্পিউটারের সামনে চেয়ারে গা এলিয়ে বসে আছেন জনৈক কর্মী। কানে হেডফোন। চোখ নিবিষ্ট কম্পিউটারের পর্দায়।
আরও পড়ুন: গুয়ামে হানার হুমকি, ফুঁসছে কিমের দেশ
সংবাদ চ্যানেল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, ‘ব্লু’ নয়, পর্দায় চলছিল একটি ফিল্ম। তারই একটি ঘনিষ্ঠ দৃশ্য দেখে সম্ভবত ভুল করেছেন ওই দর্শক। যদিও লিন্ডসে রবিনসন পাল্টা কমেন্ট করেছেন, ‘‘খবরই দেখছিলাম আমি, হঠাৎ চোখ চলে যায় পিছনে রাখা কম্পিউটারগুলোতে। নিশ্চিত হতে আই-প্লেয়ারে ফের দেখি... না কোনও ভুল হয়নি।’’