Companion of the British Empire

সিবিই সম্মান বাঙালি বাসবীর

কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজের প্রাক্তনী বাসবী (ভট্টাচার্য) থাকেন এডিনবরায়।

Advertisement

শ্রাবণী বসু

লন্ডন শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ০৪:৩৪
Share:

বাসবী ফ্রেজ়ার

ব্রিটেনের রানির নববর্ষ সম্মানের তালিকায় এ বার বাঙালি লেখক ও শিক্ষাবিদ বাসবী ফ্রেজ়ার। ‘স্কটল্যান্ডের শিক্ষা, সংস্কৃতি এবং সংহতিতে’ তাঁর অবদানের জন্য বাসবীকে কম্প্যানিয়ন অব দ্য ব্রিটিশ এম্পায়ার বা সিবিই সম্মানে ভূষিত করা হচ্ছে।

Advertisement

কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজের প্রাক্তনী বাসবী (ভট্টাচার্য) থাকেন এডিনবরায়। ইংরেজি সাহিত্যের এমেরিটা অধ্যাপক, স্কটিশ সেন্টার অব টেগোর স্টাডি়জ়-এর কর্ণধার। স্বামী নিল ফ্রেজ়ারও অবসরপ্রাপ্ত অধ্যাপক। স্কটল্যান্ড এবং বাংলাকে নিয়ে একাধিক বই লিখেছেন বাসবী। তার মধ্যে রয়েছে ‘ফ্রম দ্য গঙ্গা টু দ্য টে’। টে স্কটল্যান্ডের সবচেয়ে বড় নদী। আর একটি বইয়ের নাম ‘স্কটস বিনিথ দ্য বানিয়ান ট্রি: স্টোরিজ় ফ্রম বেঙ্গল’।

ই-পত্রিকা ‘গীতাঞ্জলি অ্যান্ড বিয়ন্ড’-এর সম্পাদকও বাসবী। সেই সঙ্গে ডান্ডি বিশ্ববিদ্যালয়ে রয়্যাল লিটেরারি ফান্ড ফেলো এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ়-এর সাম্মানিক ফেলো, স্কটিশ পোয়েট্রি অ্যাসোসিয়েশনের সদস্য। লিখেছেন ছোটদের জন্য, অনুবাদ করেছেন, রামায়ণের নাট্যরূপ দিয়েছেন, সম্পাদনা করেছেন আরও নানা বই। ব্রিটিশ অ্যাকাডেমির গবেষণা অনুদানে তাঁরই সম্পাদনা, ‘বেঙ্গল পার্টিশন স্টোরিজ়: অ্যান আনক্লোজ়ড চ্যাপ্টার’। আর দেশভাগ চাননি বলেই গণভোটে বাসবী মত দেন স্কটল্যান্ড ব্রিটেনে থেকে যাওয়ার পক্ষে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement