Mass Shooting

ইনস্টাগ্রাম লাইভে গুলি করে সহকর্মীদের খুন ব্যাঙ্ককর্মীর! পরে মৃত্যু পুলিশের গুলিতে

সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ব্যাঙ্কে ওল্ড ন্যাশনাল ব্যাঙ্কে গুলি চালানোর অভিযোগ পাওয়ার কিছু ক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আততায়ী পুলিশের উপরও গুলি চালাতে শুরু করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১০:৫৬
Share:

এই ঘটনায় পাঁচ জন নিহত এবং আট জন আহত হয়েছেন। যার মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। ছবি: রয়টার্স।

গুলি চালিয়ে সহকর্মী-সহ পাঁচ জনকে খুন করার অভিযোগ এক ব্যঙ্ককর্মীর বিরুদ্ধে। সহকর্মীদের গুলি চালিয়ে খুন করার পুরো ঘটনা তিনি সমাজমাধ্যমে লাইভও করেন। পরে অবশ্য পুলিশের গুলিতে ওই ২৫ বছর বয়সি আততায়ীর মৃত্যু হয়। আমেরিকার কেনটাকির লুইভিলেতে সোমবার সকালে ঘটনাটি ঘটে। এই ঘটনায় পাঁচ জন নিহত এবং আট জন আহত হয়েছেন। যার মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। পেশায় ব্যাঙ্ককর্মী ওই আততায়ীর নাম কনর স্টার্জন। তিনি লুইভিলের ওল্ড ন্যাশনাল ব্যাঙ্কের কর্মচারী ছিলেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ব্যাঙ্কে ওল্ড ন্যাশনাল ব্যাঙ্কে গুলি চালানোর অভিযোগ পাওয়ার কিছু ক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্টার্জন পুলিশের উপরও গুলি চালাতে শুরু করেন। পুলিশ আধিকারিকদের চালানো পাল্টা গুলিতে আততায়ীর মৃত্যু হয়। এর পর পুলিশ ব্যাঙ্কের ভিতরে ঢুকে মৃতদেহগুলি উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কের মধ্যে অবাধে গুলি চালানোর ঘটনা ইনস্টাগ্রামে লাইভ করেন আততায়ী।

ব্যাঙ্কের মধ্যে গুলি চলার ঘটনায় চার জনের ঘটনাস্থলেই মৃত্যু হলেও পঞ্চম জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুরো ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন লুইভিলের পুলিশ প্রধান জ্যাকলিন গুইন-ভিলারোয়েল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement