US Tariff War

ট্রাম্পের পাল্টা শুল্ক-আঘাতে ধরাশায়ী এশিয়ার শেয়ার বাজার, বাড়ল সোনার দাম! অসহায় আমেরিকার ‘বন্ধু’রাও

বুধবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ব্রিটেনের সমস্ত দ্রব্যের উপর রফতানি শুল্ক ১০ শতাংশ ধার্য করা হচ্ছে। শুধু ব্রিটেন নয়, বিশ্বের অন্তত ৬০টি দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক চাপানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ০৯:১৭
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক চাপানোর ঘোষণার পরই বিশ্ব জুড়ে শোরগোল পড়েছে। বিশেষত এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে। শুধু তা-ই নয়, সোনার মূল্য বাড়ছে লাফিয়ে। চিন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামের মতো দেশের শেয়ার বাজার বড়সড় ধাক্কা খেয়েছে। ট্রাম্পের ঘোষণার আগের দিন চাঙ্গা ছিল এশিয়ার শেয়ার বাজারগুলি। লাভের মুখ দেখেছে সেনসেক্স, নিফটিও।

Advertisement

বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার শেয়ারের দর পড়তে শুরু করে। তবে, ডলারের তুলনায় জাপানের মুদ্রা ইয়েনের দাম বেড়েছে। বুধবার ট্রাম্প জানিয়েছেন, ব্রিটেনের সমস্ত দ্রব্যের উপর রফতানি শুল্ক ১০ শতাংশ ধার্য করা হচ্ছে। শুধু ব্রিটেন নয়, বিশ্বের অন্তত ৬০টি দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক চাপানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কারও উপর ২০, কারও উপর ২৫, আবার কারও উপর ৪৬ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করেছে আমেরিকা, যার প্রভাব পড়ল শেয়ার বাজারে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রাম্পের ঘোষণার জেরে টোকিয়োর নিক্কেই (টোকিয়ো স্টক এক্সচেঞ্জের স্টক মার্কেট সূচক) প্রাথমিক ভাবে ৩.৯ শতাংশ হ্রাস পেয়েছিল। যদিও পরে কিছুটা পুনরুদ্ধার হয়। বর্তমানে পতনের হার দাঁড়িয়েছে ২.৯ শতাংশে। উল্লেখ্য, ট্রাম্প জানিয়েছেন, তিনি জাপানের উপর ২৪ শতাংশ পাল্টা শুল্ক চাপাবেন। শুধু জাপান নয়, আমেরিকার অন্যতম ‘বন্ধু’ দক্ষিণ কোরিয়ার উপরও ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। যার প্রভাব পড়েছে সে দেশের শেয়ার বাজারে। হংকং, সংহাইয়েও একই প্রভাব পড়ল। কোথাও পতনের হার ১.৫ শতাংশ, আবার কোথাও ১.৪ শতাংশ।

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে সোনার দামেও প্রভাব পড়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, হলুদ ধাতুর দাম আউন্স প্রতি ৩,১৬০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় দু’লক্ষ ৭১ হাজার ৯৮ টাকা) ছাড়াল। যা রেকর্ড।

শুধু সোনা নয়, তেলের দামেও প্রভাব পড়েছে। ব্রেন্ট ফিউচারের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭২.৫৬ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ছ’হাজার ২২৫ টাকা) পৌঁছেছে।

বুধবারই আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৪টেয় (ভারতে রাত দেড়টা) ‘পাল্টা’ বা ‘পারস্পরিক শুল্ক’ নিয়ে সবিস্তার জানান মার্কিন প্রেসিডেন্ট। ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। এই আবহে পরিস্থিতির উপর নজর রাখতে চাইছে ভারত। তার পর বিকল্প উপায় নিয়ে চিন্তাভাবনা করবে নয়াদিল্লি। চিনে থেকে আমদানি করা পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা দ্রব্যের ওপরে ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। ভারত, চিন, ব্রাজিল, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য নয়া শুল্কনীতি চাপানো হয়েছে। আমেরিকা ছাড়া অন্য যে কোন দেশের গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প।

ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। এ ছাড়া, চিনের উপর ৩৪%, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০%, ভিয়েতনাম ৪৬%, জাপান ২৪%, দক্ষিণ কোরিয়া ২৫%, যুক্তরাজ্য ১০%, তাইল্যান্ড ৩৬% এবং সুইৎজ়ারল্যান্ডের উপর ৩১% শুল্ক চাপানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement