মহড়ায় উত্তর কোরিয়া। ছবি: রয়টার্স।
যে কোনও মুহূর্তে পরমাণু বিস্ফোরণ ঘটানো হবে। ফের বলল উত্তর কোরিয়া। সোমবার পিয়ংইয়ং-এর তরফে জানানো হল, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতৃত্ব যে মুহূর্তে এবং যেখানে বিস্ফোরণ চাইবেন, সেই মুহূর্তে সেখানেই পরমাণু বিস্ফোরণ ঘটবে। কিম জং-উনের একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পরমাণু কর্মসূচিকে ঘিরেই কোরীয় উপদ্বীপ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উত্তপ্ত অঞ্চলগুলির অন্যতম। পিয়ংইয়ং-কে চাপে রাখতে মার্কিন নৌসেনার একটি স্ট্রাইক গ্রুপ কোরীয় জলসীমার আশেপাশে টহলদারি চালাচ্ছে। কিন্তু পরমাণু কর্মসূচি বন্ধ করতে নারাজ কিম জং-উন জানিয়ে দিয়েছেন, আবার পরমাণু বিস্ফোরণ ঘটাবেন তিনি।
আরও পড়ুন: আমেরিকা সোলের পাশেই, তবু দ্বন্দ্ব টাকা ঢালা নিয়ে
উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে সোমবার পরবর্তী পরমাণু বিস্ফোরণের বিষয়ে ইঙ্গিত মিলেছে। মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকা যে পথে লড়তে চায়, উত্তর কোরিয়া ঠিক সেই পথেই জবাব দিতে প্রস্তুত। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে— যতক্ষণ না ওয়াশিংটন তার ‘আগ্রাসী নীতি’ ত্যাগ করছে, ততক্ষণ পর্যন্ত উত্তর কোরিয়া নিজের পরমাণু হামলার সক্ষমতা আরও জোরদার করতে থাকবে। নিজেদের পরমাণু অস্ত্রাগারকে আরও শক্তিশালী করে তুলতে উত্তর কোরিয়া এত দিন যে ভাবে এগিয়েছে, এখনও সে ভাবেই এগোবে বলে সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মন্তব্য করেছেন। দেশের সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ কিম জং-উনের নির্দেশ পেলেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও পিয়ংইয়ং এ দিন জানিয়েছে।
সামরিক শক্তি কতটা, প্রমাণ করতে বদ্ধপরিকর কিম জং-উন। ছবি: এএফপি।
উত্তর কোরিয়া ইতিমধ্যেই পাঁচটি পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে। একগুচ্ছ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও কিম জং-উন ষষ্ঠ বিস্ফোরণটি ঘটানোর তোড়জোড় করছেন বলে শোনা যাচ্ছিল। সোমবার পিয়ংইয়ং যে ইঙ্গিত দিয়েছে, তাতে এ কথা অনেকটাই স্পষ্ট যে উত্তর কোরিয়া ষষ্ঠ পরমাণু বিস্ফোরণটি ঘটানোর প্রস্তুতিও সেরে ফেলেছে। কিম জং-উন যে মুহূর্তে নির্দেশ দেবেন, সেই মুহূর্তেই পরমাণু বিস্ফোরণ ঘটতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র।