Woman arrested

সাহায্য চেয়ে আপৎকালীন নম্বরে ফোন করে গ্রেফতার মহিলা!

মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা সালোনির ফোনের সংযোগ কেটে দেয়। বাবা–মাকে বলেও কোনও লাভ হয়নি এ বিষয়ে। তারপর সালোনি আপৎকালীন নম্বরে (৯১১) ফোন করেন।

Advertisement

সংবাদ সংস্থা

কলম্বাস, আমেরিকা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৬
Share:

প্রতীকী চিত্র।

আপৎকালীন নম্বরে ফোন করে বিপদ থেকে উদ্ধার পান মানুষ। কিন্তু এই মহিলা সেখানে ফোন করে গ্রেফতার হয়ে গেলেন। আমেরিকার ওহায়ো প্রদেশের ঘটনা। বারণ করার পরেও নাকি ওই মহিলা তাঁর ব্যক্তিগত একটি সমস্যা নিয়ে বার বার ফোন করেন ৯১১ নম্বরে। তারপরেই পদক্ষেপ করে পুলিশ।

Advertisement

ওহায়ো-র স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, গত ১৩ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় সালোনি ক্ষেত্রপাল নামে বছর ছত্রিশের ওই মহিলাকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বার বার আপৎকালীন নম্বরে ফোন করেন। ফোন করে বলেন, বাবা-মা তাঁর মোবাইল ফোনের কানেশন কেটে দিয়েছেন। তাঁকে যেন এ বিষয়ে সাহায্য করা হয়।

আসলে ওই ফোনের বিল সালোনির বাবা-মা দিতেন। তাঁরা কোনও কারণে সেটি দেওয়া বন্ধ করে দেন। মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা সালোনির ফোনের সংযোগ কেটে দেয়। বাবা–মাকে বলেও কোনও লাভ হয়নি এ বিষয়ে। তারপর সালোনি আপৎকালীন নম্বরে (৯১১) ফোন করেন।

Advertisement

আরও পড়ুন: সন্তান হারানো ডেলিভারি বয়কে আলিঙ্গন ২ বছরের শিশুর!

ফোনের অন্য প্রান্ত থেকে সালোনিকে বলা হয়, আপৎকালীন নম্বরে ফোন করে সাহায্য চাওয়ার মতো সত্যিকারের কোনও সমস্যাথাকলে তবেই যেন ফোন করেন। এর পরেও সালোনি ফোন করতে থাকেন। এক অফিসার তাঁর সঙ্গে যোগাযোগ করে বলেন, এই সমস্যা নিয়ে যেন আর ফোন না করেন। কিন্তু তাতেও থামেননি সালোনি, ঘণ্টা দুয়েক পর ফের ফোন করেন। এর পর তাঁকে আপৎকালীন পরিষেবায় বিঘ্ন ঘটানোর অভিযোগ গ্রেফতার করা হয় সালোনিকে।

আরও পড়ুন: নগ্ন হয়ে ঘর মুছে দিয়ে যাবেন মহিলা, খরচ পড়বে ঘণ্টায় প্রায় ৯ হাজার!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement