Lottery

২৫ বছর একই নম্বরে লটারি কেটে বাজিমাত, জ্যাকপটে কোটিপতি পরিবার

আয়ারল্যান্ডের কিলকেনির এই পরিবারের প্রধান ঠিক করেন, একই নম্বরের লটারির টিকিট কাটতে থাকবেন। বিশ্বাস ছিল, একদিন না একদিন এই নম্বরে বড় কোনও পুরস্কার মিলবেই মিলবে।

Advertisement

সংবাদ সংস্থা

ডাবলিন শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২০ ১৭:৪৮
Share:

প্রতীকী চিত্র।

কথায় বলে, সবুরে মেওয়া ফলে। সেটাই সত্যি হল আয়ারল্যান্ডের এক পরিবারের ক্ষেত্রে। বছরের পর বছর একই নম্বরের লটারির টিকিট কেটে ভাগ্য ফিরে গেল। মিলল জ্যাকপট। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭ কোটি টাকা।

Advertisement

আয়ারল্যান্ডের কিলকেনির এই পরিবারের প্রধান ঠিক করেন, একই নম্বরের লটারির টিকিট কাটতে থাকবেন। বিশ্বাস ছিল, একদিন না একদিন এই নম্বরে বড় কোনও পুরস্কার মিলবেই মিলবে। এই লটারি অভিযানে তিনি পরিবারের সবাইকে সামিল করে নেন। পরিবারের সবাই পালা করে ওই একই নম্বরের লটারির টিকিট কেটে চলেন বছরের পর বছর। আর সেটা চলে ২৫ বছর ধরে। এবার সেই সবুরের মেওয়া ফলল।

ওই পরিবার সম্প্রতি সেই প্রিয় নম্বরে ভরসা রেখেই জ্যাকপট জিতেছেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭ কোটি টাকা। পরিবারের প্রধান জানিয়েছেন, এত দিন তাঁরা বেশ আর্থিক সমস্যায় ছিলেন। লটারিতে কোটি কোটি টাকা পেলেও এখন কোনও বিলাসিতা নয়, ঋণ শোধ করতে হবে।

Advertisement

আয়ারল্যান্ডের এই পরিবারের সঙ্গে এক মার্কিন নাগরিকের ভাগ্যের মিল রয়েছে। সম্প্রতি আমেরিকার ওই বাসিন্দাও লটারি জিতেছেন দীর্ঘদিন একই নম্বরে ভরসা রেখে। বছর আটান্নর চার্চটন নামের ওই ব্যক্তি মেরিল্যান্ডের একটি দোকান থেকে একই নম্বরের লটারি কাটেন টানা ২০ বছর। প্রতি সপ্তাহে একই নম্বরের টিকিট কেটেছেন দুই দশক ধরে। সেই লটারির নাম— ‘বাউন্স ম্যাচ ৫’। এটি পাঁচটি নম্বরের লটারি। মাঝে মধ্যে প্রথম তিনটি বা চারটি সংখ্যা মিলে যাওয়ায় ছোটখাটো পুরস্কারও পেয়েছেন চার্চটন। তবে এবার একে বারে পাঁচটি সংখ্যাই মিলে গিয়েছে আর তাতেই হাতের মুঠোয় এসেছে জ্যাকপট।

আরও পড়ুন: আয়ারল্যান্ডে এই ঝর্নার জল নীচে নামার বদলে উপরে ওঠে!

আরও পড়ুন: ২০০ মৃতদেহ বয়ে করোনাতেই থামল আরিফের অ্যাম্বুল্যান্স​

চার্চটন ৫০ হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৩৬ লাখ ৪৮ হাজার টাকা জিতেছেন। তাঁর স্ত্রী তাঁকে প্রায়ই মজা করে বলতেন, যেদিন এই নম্বরে জ্যাকপট লাগবে সেদিন তাঁকে একটি গাড়ি কিনে দিতে হবে। চার্চটন জানিয়েছেন, স্ত্রীকে গাড়ি কিনে দেওয়ার পাশাপাশি নিজের জন্য একটি মাছ ধরার ভাল বোট কিনবেন আর সেটিকে বয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ট্রাক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement