Elephant Calf

Twin Elephant: ৮০ বছর পর শ্রীলঙ্কায় জন্মাল যমজ হাতি

যমজ সন্তানের জন্ম দিয়েছে ২৫ বছরের সুরঙ্গী। হাতির ওই শাবকদের বাবা পাণ্ডুও থাকে পিন্নাওয়ালাতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪৩
Share:

মা হাতির সঙ্গে যমজ শাবক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বিরল ঘটনার সাক্ষী থাকলেন শ্রীলঙ্কার বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। সেখানে সম্প্রতি এক হাতি যমজ সন্তানের জন্ম দিয়েছে। ৮০ বছর পর কোনও হাতি সেখানে যমজ সন্তানের জন্ম দিল।

শ্রীলঙ্কায় রয়েছে পিন্নাওয়ালা হস্তী অনাথালয়। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া বা আহত হাতিদের চিকিৎসার জন্য রাখা হয় সেখানে। সেখানেই যমজ সন্তানের জন্ম দিয়েছে ২৫ বছরের সুরঙ্গী। ওই হস্তিশাবকদের বাবা পাণ্ডুও থাকে পিন্নাওয়ালাতে। ১৯৭৫ সালে তৈরি করা হয়েছিল পিন্নাওয়ালার এই প্রতিষ্ঠান।

Advertisement

মা হাতির সঙ্গে যমজ শাবকের ভিডিয়ো সম্প্রচারিত হয়েছিল ‘হিরু টিভি’ নামে সে দেশের এক সংবাদমাধ্যমে। সেই ভিডিয়ো এখন নেটমাধ্যমে ভাইরাল। সে দেশের এক হস্তী বিশেষজ্ঞ জানিয়েছেন, ১৯৪১ সালে শেষ বার যমজ সন্তানের জন্ম দিয়েছিল এক হাতি। প্রসঙ্গক্রমে তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কায় প্রায় সাড়ে সাত হাজার বন্য হাতির বাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement