যুদ্ধের সর্বনাশে আমেরিকার ‘পৌষমাস’। —ফাইল ছবি।
মাত্র এক বছরের মধ্যে আমেরিকার মারণাস্ত্র বিক্রি বেড়েছে আড়াই শতাংশের বেশি। বিশ্বের অস্ত্রবাজারের ৫০ শতাংশই এখন ওয়াশিংটনের দখলে! সৌজন্যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাস।
এক দিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীকে রুখতে দেদার সামরিক সহায়তা দেওয়া হয়েছে ইউক্রেনকে। অন্য দিকে, গাজ়ায় হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে ইজ়রায়েলকে বিপুলি পরিমাণ অস্ত্র বিক্রি করেছে আমেরিকার অস্ত্রনির্মাতা কোম্পানিগুলি। আর তারই ফলে এই অগ্রগতি। অবশ্য, গাজ়ার পাশাপাশি লেবাননের হিজ়বুল্লা গেরিলা বাহিনী এবং ইরান সেনার বিরুদ্ধে হামলাতেও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বড় ভরসা আমেরিকার দেওয়া অস্ত্র।
সুইডেনের ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ (সিপরি)-এর রিপোর্ট বলছে,আন্তর্জাতিক বাজারে অস্ত্র রফতানিতে দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তবে বেজিংয়ের অংশীদারি ওয়াশিংটনের তুলনায় অনেকটাই কম। মাত্র ১৬ শতাংশ। ওই রিপোর্ট জানাচ্ছে, ২০২৩ সালে আমেরিকার কোম্পানিগুলি বিশ্ব জুড়ে প্রায় ২৭ লক্ষ কোটি টাকার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রফতানি করেছে। চিন প্রায় ৮ লক্ষ ৭৩ হাজার কোটি টাকার।