Syed Salahudeen

হিজবুল মুজাহিদিন প্রধান সালাউদ্দিনকে আমেরিকার তকমা, ‘আন্তর্জাতিক জঙ্গি’

সন্ত্রাসে পাক মদত নিয়ে এর আগে বার বার সরব হয়েছে নরেন্দ্র মোদী সরকার। কিন্তু সোমবার যে ভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে সালাউদ্দিনকে ‘জঙ্গি’ ঘোষণা করা হল, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ১১:১২
Share:

সৈয়দ সালাউদ্দিন। ছবি: পিটিআই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা দিল আমেরিকা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত।

Advertisement

আরও পড়ুন- জাঁকজমক কম, তবে পাকিস্তান নিয়ে কড়া বার্তা

সন্ত্রাসে পাক মদত নিয়ে এর আগে বার বার সরব হয়েছে নরেন্দ্র মোদী সরকার। কিন্তু সোমবার যে ভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে সালাউদ্দিনকে ‘জঙ্গি’ ঘোষণা করা হল, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ওই দিন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, পাকিস্তানে থেকে হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনের কাজে নেতৃত্ব দিচ্ছে ওই নেতা। সালাউদ্দিনের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।

Advertisement

ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানিয়েছেন, ভারত ও আমেরিকা একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করছে। আমেরিকা এই বিষয়ে ভারতকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে। গত কয়েক দশক ধরে, কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে হিজবুল মুজাহিদিন। ওই সংগঠনের হয়ে অধিকাংশ সন্ত্রাসবাদী হামলায় নেতৃত্ব দিয়েছে সৈয়দ সালাউদ্দিন।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই সন্ত্রাসবাদের পাশাপাশি পাকিস্তান নিয়ে যতটা সম্ভব কড়া বার্তা দিচ্ছিলেন আমেরিকা সফররত মোদী। তার মধ্যেই সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা দেওয়া হল। তবে কি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে ক্রমশ কড়া মনোভাব নিতে শুরু করেছে আমেরিকা? আন্তর্জাতিক মহল অন্তত তেমনটাই আশা করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement