ফের পথ খুলছে এভারেস্ট অভিযানের

এপ্রিলের ভূমিকম্পে তছনছ হয়ে যাওয়ার পরে ফের খুলছে এভারেস্ট আরোহণের পথ। নেপাল প্রশাসন সূত্রের খবর, এ বছর ভূমিকম্পের পরে আরোহণের জন্য আবেদন জানিয়েছিলেন বছর তেত্রিশের জাপানি অভিযাত্রী নোবোকাজু কুরিকি। পর্যটক মন্ত্রকের তরফে তাঁর আবেদন মঞ্জুর করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

কাঠমান্ডু শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০২:৪৩
Share:

এপ্রিলের ভূমিকম্পে তছনছ হয়ে যাওয়ার পরে ফের খুলছে এভারেস্ট আরোহণের পথ। নেপাল প্রশাসন সূত্রের খবর, এ বছর ভূমিকম্পের পরে আরোহণের জন্য আবেদন জানিয়েছিলেন বছর তেত্রিশের জাপানি অভিযাত্রী নোবোকাজু কুরিকি। পর্যটক মন্ত্রকের তরফে তাঁর আবেদন মঞ্জুর করা হয়েছে। অগস্টের ২৫ তারিখ নেপালের দিক থেকে সাউথ কল রুটে আরোহণ শুরু করবেন তিনি।

Advertisement

পর্যটনমন্ত্রী কৃপাসুর শেরপা বললেন, ‘‘বর্ষা-পরবর্তী আরোহণ মরসুমে ফের এভারেস্ট অভিযান শুরু করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। ওই জাপানি অভিযাত্রীকে সব রকম ভাবে সাহায্য করা হবে। সরকারের তরফে। তাঁর এই চেষ্টা আরোহী মহলে ইতিবাচক বার্তা বহন করবে।’’

নোবোকাজু কুরিকি এর আগেও চার বার এভারেস্ট অভিযান করেছেন, কিন্তু সফল হননি। পঞ্চম অভিযানের আগে জানালেন, গত দু’বছর ঘরে দুর্ঘটনা আছড়ে পড়েছে এভারেস্ট অভিযানে। এ বার যেন সফল অভিযানের হাত ধরে উঠে দাঁড়াতে পারে নেপাল পর্যটন।

Advertisement

২০১২ সালে এভারেস্ট অভিযানেই তুষার-কামড়ে ন’টা আঙুল খুইয়েছিলেন নোবোজাকু। তাতেও দমেননি। পরের তিন বছর টানা চেষ্টা চালিয়ে গিয়েছেন। এপ্রিলের ভূমিকম্প ফেরানোর পরেও দমেননি, বরং এই বছরেই ফের বুক বেঁধে পা বাড়াচ্ছেন এভারেস্টের পথে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement