এভাবেই পালানোর তাল খুজছিলেন সেই কিশোরেরা। ছবি: টুইটার
আর্থ-সামাজিক দিক দিয়ে ভয়াবহ অবস্থায় থাকা আফ্রিকার দেশ গুলি থেকে ক্রমশই বাড়ছে ইউরোপে চলে যাওয়ার প্রবণতা। কিন্তু অধিকাংশ সময় বৈধ উপায় অবলম্বন করা হচ্ছে না ইউরোপের দেশ গুলিতে যাওয়ার জন্য।
নানা রকম পদ্ধতিতে লুকিয়ে ইউরোপে যাবার উপায় বের করছেন আফ্রিকার অধিবাসীরা। তার জন্য ধরা পড়ে শাস্তিও পেতে হচ্ছে তাঁদেরকে। তবুও থামছে না লুকিয়ে ইউরোপে যাবার প্রচেষ্টা। সম্প্রতি দুই আফ্রিকাবাসীর এই ভাবে ইউরোপে পালিয়ে যাওয়ার ভিডিয়ো এসেছে সামনে।
টুইটারে পোস্ট হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে দু’জন আফ্রিকার দুই কিশোর একটি তোষকের মধ্যে নিজেদেরকে লুকিয়ে ইউরোপ পালিয়ে আসার চেষ্টা করছিলেন। কিন্তু বিমান বন্দরে স্প্যানিশ পুলিশের কাছে ধরা পড়ে যান তাঁরা।
ধরা পড়বার পর ওই দুই ব্যক্তি জানিয়েছেন যে, তাঁরা প্রত্যেকে ৪৫০০ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৫৬ হাজার টাকা) এক ব্যক্তিকে দিয়েছিলেন যিনি পেশাগতভাবে এই ভাবে মানুষ পাচার করে থাকেন।
আরও পড়ুন: আর লুকোছাপা নয়, গাঁজা অর্ডার করা যাবে এবার অনলাইনেই!
আরও পড়ুন: সমাধিক্ষেত্র থেকে উদ্ধার হওয়া এই হারের ওজন এবং দাম চমকে দেবে