কাবুল বিমানবন্দরের বাইরে ভিড় ছবি সৌজন্যে রয়টার্স।
কাবুল তালিবানের দখলে যেতেই দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে আফগানদের মধ্যে। বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। কিন্তু গত কয়েক দিনে মাঝে মধ্যেই পরিস্থিতি অশান্ত হয়েছে কাবুলে। ইতিমধ্যেই তালিবানের গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা না করে আফগানদের বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছে তালিবান।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, তালিবান জানিয়েছে তারা রক্তপাত চায় না। যদিও তালিবানের বিরুদ্ধে আফগানদের প্রতিবাদ মিছিলে গুলি চালিয়েছে তারা। সেই গুলিতে নিহত হয়েছেন তিন জন। বিমানবন্দরের বাইরেও গুলিতে বেশ কয়েক জন নিহত হয়েছেন। তালিবানের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার থেকে কাবুলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ওই আধিকারিক বলেছেন, ‘‘আমরা বিমানবন্দরে আর কাউকে আঘাত করতে চাই না। তাই যাঁরা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন তাঁরা বাড়ি ফিরে যান।’’
কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে প্রায় ৫০ হাজার মানুষ অপেক্ষা করছেন বলে খবর। কিন্তু বিমানবন্দরে ঢোকার দু’টি দরজা তালিবানের দখলে। ফলে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে সমস্যা হচ্ছে। শুধুমাত্র বিদেশি পাসপোর্ট ও ভিসা যাঁদের রয়েছে তাঁদেরই বিমানবন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে অনেক বিদেশি নাগরিকও বিমানবন্দরে প্রবেশ করতে পারছেন না। ফলে অনেক কম যাত্রী নিয়েই ফিরতে হচ্ছে বিমানগুলিকে।