ফাইল ছবি
আফগানিস্তান ছেড়ে পালালেন সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের কার্যনির্বাহী গভর্নর আজমল আহমেদি। তালিবান অফগানিস্তান দখল করে নেওয়ার পরেই, রবিবার কাবুল বিমানবন্দর থেকে দেশ ছাড়েন আজমল। রাজনৈতিক ডামাডোলের কারণে তার আগে থেকেই পড়তে শুরু করেছেন আফগানিস্তানের টাকার (আফগানি) দাম। এক ডলার এখন ৮৩ আফগানি। টুইটারে আজমল লিখেছেন, ‘আফগান কেন্দ্রীয় ব্যাঙ্ক শুক্রবার আর আন্তর্জাতিক বাজারে ডলার পাঠাবে না বলে ঘোষণা করেছে।’ তাতে সে দেশের নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও আতঙ্ক তৈরি হয়েছে।
আজমল লিখেছেন, ‘আলাদা করে প্রশাসনিক কর্তাদের কোনওরকম পালানোর পরিকল্পনা ছিল না। কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি হঠাৎ করে, অন্তর্বর্তিকালীন সরকার তৈরি না করেই দেশ ছাড়লেন। তাতেই এই ডামাডোলের পরিস্থিতি তৈরি হল।’ শনিবার এই নিয়ে আলাদা করে ব্যাঙ্ক ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন আজমল। সেখানে এই সংস্থাগুলিকে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করার কথা বলেন। তারপর রবিবারও তিনি কর্মক্ষেত্রে গিয়েছিলেন। সে দিন বেরিয়েই সরাসরি বিমানবন্দরে চলে আসেন। এসে দেখেন, তাঁর যে বিমানে যাওয়ার কথা, সেটিতে ৩০০ জন বসে আছেন। কিন্তু বিমানে জ্বালানি নেই, চালকও নেই। যদিও পরে তাঁকে ওই বিমানেই দেশ ছাড়তে দেখেন অনেকে।
যাওয়ার সময় তিনি টুইটে লিখেছিলেন, ‘এ ভাবে সবটা শেষ হোক, আমি চাইনি। কিন্তু আমি চূড়ান্ত হতাশ আফগান প্রশাসনিক নেতৃত্বের পরিকল্পনার অভাব দেখে।’