Kash Patel

‘যাঁরা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করছেন ...’! এফবিআই প্রধান হয়েই হুঁশিয়ারি কাশ পটেলের

তাঁকে এফবিআই ডিরেক্টর হিসাবে মনোনীত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে ধন্যবাদ জানিয়েছেন কাশ পটেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩২
Share:
কাশ পটেল।

কাশ পটেল। —ফাইল চিত্র।

আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট এফবিআই ডিরেক্টর হিসাবে তাঁকে মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন কাশ্যপ (কাশ) পটেল। সেই সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থার ভারতীয় বংশোদ্ভূত কর্তার হুঁশিয়ারি— ‘‘যাঁরা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করছেন, তাঁরা সতর্ক হয়ে যান। এই গ্রহের যে কোণেই আপনারা লুকিয়ে থাকুন না কেন, আমরা খুঁজে বার করবই।’’

Advertisement

তাঁকে মনোনীত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে ধন্যবাদ জানিয়েছেন কাশ। সেই সঙ্গে তাঁর ঘোষণা, এফবিআই-এর প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের বিষয়ে ট্রাম্পের প্রতিশ্রুতিমতোই তিনি কাজ করবেন। কাশের নিয়োগ বৃহস্পতিবার আমেরিকার সেনেটে ৫১-৪৯ ভোটে অনুমোদিত হয়। তবে তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক পক্ষপাতিত্ব’-এর অভিযোগ তুলেছে ডেমোক্র্যাট শিবির।

প্রসঙ্গত, এই প্রথম এফবিআইয়ের ডিরেক্টর হিসাবে কোনও ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ করা হল। ৪৪ বছরের কাশ এর আগে আমেরিকার গোয়েন্দা সংস্থায় দীর্ঘ দিন কাজ করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। গত বছর ট্রাম্পের মনোনয়ন প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কাশ। দায়িত্ব পাওয়ার পরে কাশ বলেছেন, ‘‘আমরা এফবিআই-এর পুনর্নির্মাণ করব, যা নিয়ে আমেরিকান জনগণ গর্বিত হতে পারবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement