USA

২২ হাজার টাকা বকশিশ পেয়ে মহিলা ওয়েটার কী করলেন দেখুন

এক মহিলা ক্রেতার কাছ বিলের উপর প্রায় ৯৬৩ শতাংশ বেশি টিপ হিসেবে পেলেন পাবের এক মহিলা ওয়েটার। তা দেখে ওই মহিলা ওয়েটার ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৭:৩০
Share:

বকশিশ পেয়ে কেঁদে ফেললেন মহিলা। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

করোনাভাইরাসের অতিমারি যাঁদের সব থেকে বেশি ক্ষতি করেছে তাঁদের মধ্যে অন্যতম হলেন হোটেল, রেস্তরাঁ, পাবের কর্মীরা। অতিমারির জেরে এই সব জায়গা কয়েক মাস ঝাঁপ বন্ধ থেকেছে। তবে আস্তে আস্তে সেই সব জায়গা এখন খুলতে শুরু করলেও দৈনিক মজুরির কর্মীদের অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। কারণ এখনও রেস্তরাঁ, পাবের মতো জায়গাগুলি এড়িয়ে চলছেন মানুষ। ফলে তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কয়েকজন। নিজের মতো করে সাহায্য করছেন। কষ্টের মধ্যে মানুষের এমন ভালবাসা পেয়ে একটি পাবের এক মহিলা কর্মী কেঁদেই ফেললেন।

Advertisement

আমেরিকায় রেস্তরাঁ, পাবে সাধারণত যা বিল হয় তার উপর ১৫ থেকে ২০ শতাংশ টিপ হিসেবে দেওয়ার চল রয়েছে। কিন্তু এক মহিলা ক্রেতার কাছ বিলের উপর প্রায় ৯৬৩ শতাংশ বেশি টিপ হিসেবে পেলেন পাবের এক মহিলা ওয়েটার। তা দেখে ওই মহিলা ওয়েটার ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন।

ফেসবুকে এমনই একটি ভিডিয়ো পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পাবে আসা ওই মহিলা ওয়েটারকে ডেকে সামনে বসিয়ে কথা বলছেন। বিল হয়েছিল ৩৫ ডলার আর ওই ক্রেতা, মহিলা ওয়েটারের হাতে দেন মোট ৩৩০ ডলার। অর্থাৎ ২৯৫ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২২ হাজার টাকা) টিপস দেন ওই ক্রেতা। সেই ঘটনা, অভিব্যক্তি ক্যামেরাবন্দি করার আগে মহিলা ওয়েটারের অনুমতি নেওয়া হয়। কিন্তু তিনি জানতেন না, কী হতে যাচ্ছে। যখন দেখেন এই দুর্দিনে একজন এভাবে সাহায্য করছেন, তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি।

Advertisement

আরও পড়ুন: গোটা শরীরে শুধু একটি মাস্ক! তাও আবার মুখে নয়, নিম্নাঙ্গে পরে ঘুরে বেড়ালেন যুবক

আরও পড়ুন: জ্বলন্ত বিল্ডিং থেকে ঝাঁপ দিল দুই ভাই, প্রতিবেশীরা কী করলেন দেখুন

মহিলা ওয়েটারের নাম কেটি টেলর বলে জানানো হয়েছে ফেসবুক পোস্টে। আর যে মহিলা তাঁকে ৯৬৩ শতাংশ বেশি টিপস দিয়েছেন তাঁর নাম হিথার হট্রাম। এটি আমেরিকার ইন্ডিয়ানার একটি পাবের ঘটনা।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement