Gold Investment

অলঙ্কারের চেয়ে অনেক বেশি মুনাফার সুযোগ, ডিজিটাল সোনা কিনলে কী কী লাভ হবে?

সোনার দাম হু-হু করে চড়তে থাকায় হলুদ ধাতুতে বাড়ছে বিনিয়োগ। তবে অনেকেই গয়না কেনার দিকে না ঝুঁকে ডিজিটাল সোনায় করছেন লগ্নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১১:১২
Share:

—প্রতীকী ছবি।

বাড়তে বাড়তে ৮৫ হাজার টাকা পেরিয়ে গিয়েছে ১০ গ্রাম সোনার দাম। বিশ্ব রাজনীতি অস্থির হওয়ার কারণে হলুদ ধাতুর আরও দামি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা। ফলে দিন দিন সোনায় বাড়ছে বিনিয়োগ। তবে বর্তমানে শুধুমাত্র অলঙ্কার কেনার পুরনো প্রথাগত লগ্নির রাস্তা থেকে কিছুটা সরে আসছেন বিনিয়োগকারীরা। ডিজিটাল সোনা ক্রয়ের দিকে ঝুঁকছেন তাঁরা।

Advertisement

ডিজিটাল সোনায় লগ্নির একাধিক সুবিধা রয়েছে। প্রথমত, এতে বিনিয়োগের ঝুটঝামেলা অনেকটাই কম। মাত্র এক টাকা দিয়েও ডিজিটাল সোনা কিনতে পারেন গ্রাহক। এর ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের নাগালের মধ্যে চলে এসেছে হলুদ ধাতু। গয়না ক্রয়ের ক্ষেত্রে সেই সুবিধা নেই। দ্বিতীয়ত, অলঙ্কারে একটি সুনির্দিষ্ট পরিমাণ সোনা কিনতে হয়। সেখানে হলুদ ধাতুর ভগ্নাংশ কেনার কোনও সুযোগ নেই। ডিজিটাল সোনায় সেই সুবিধা থাকায় এর প্রতি আমজনতার আকর্ষণ বাড়ছে।

তৃতীয়ত, লগ্নিকারী বছরের যে কোনও সময়ে ডিজিটাল সোনা কিনতে বা বিক্রি করতে পারেন। অলঙ্কারের ক্ষেত্রে হলুদ ধাতু বিক্রির মাধ্যমে মুনাফা করা বেশ জটিল। কারণ, এতে গয়নার মজুরি বাদ দিয়ে সোনার দাম হিসাব করা হয়। তা ছাড়া অনেক সময়ে দামি পাথরে অলঙ্কারের নকশা তৈরি করা হয়। বিক্রির সময় সেগুলিকে বাদ দিয়ে সোনার দর হিসাব করতে হবে। কিন্তু ডিজিটাল সোনায় এ সব ঝামেলা নেই। গ্রাহকের হাতে যে পরিমাণ হলুদ ধাতু রয়েছে, তার দাম পেয়ে যাবেন তিনি।

Advertisement

অলঙ্কারের ক্ষেত্রে নিরাপত্তার দিকটিও গ্রাহককে ভাবতে হবে। আর তাই অনেকে ব্যাঙ্কের ভল্ট ভাড়া করে থাকেন। এর জন্য প্রতি বছর সুনির্দিষ্ট ভাড়া গুনতে হয় তাঁকে। ডিজিটাল সোনার ক্ষেত্রে নিরাপত্তার কোনও বালাই নেই। উপরন্তু সঞ্চিত হলুদ ধাতুর উপর কোনও কোনও লগ্নির প্ল্যাটফর্ম ১০০ শতাংশ বিমার সুবিধা দিয়ে থাকে। ফলে দু’দিক থেকে লাভবান হন গ্রাহক।

ডিজিটাল সোনার আর একটি ভাল দিক হল সব সময় অনলাইনে রিয়্যাল টাইম দেখতে পান গ্রাহক। অর্থাৎ, এই মুহূর্তে হলুদ ধাতু কী দামে খোলা বাজারে বিক্রি হচ্ছে, তা জানার সুবিধা রয়েছে তাঁর। আবার লগ্নিকারী ইচ্ছে করলে ডিজিটাল সোনাকে ভৌত হলুদ ধাতুতে বদলে নিতে পারেন। অর্থাৎ, একে সোনার বার বা কয়েনে বদলে নেওয়ার সুযোগ পাবেন তিনি। ডিজিটাল সোনাকে গয়না সোনায় রূপান্তরিত করলে অবশ্য মেকিং চার্জ দিতে হবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement