Sri Lanka

Sri Lanka: দুই বিক্ষোভকারীকে গুলি, তার পরেই গণরোষে নিহত শ্রীলঙ্কার শাসক দলের এমপি

সোমবারই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেন। তার পর থেকেই বিক্ষোভ দেখাতে অস্ত্র নিয়ে রাস্তায় নামেন তাঁর সমর্থকেরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ মে ২০২২ ১৮:১৩
Share:

শ্রীলঙ্কায় বিক্ষোভ। ছবি - রয়টার্স

শ্রীলঙ্কায় গণরোষের মুখে পড়ে মৃত্যু হল এক শাসক দলের এমপি-র। সোমবার বিকেলে মাহিন্দা রাজাপক্ষের ইস্তফার পর তাঁর সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। বিক্ষোভকারীদের হঠাতে তাঁদের লক্ষ্য করে গুলি চালানোর ঘণ্টা খানেক পরেই তাঁর মৃতদেহ পাওয়া যায় বিক্ষোভ স্থল থেকে।

শ্রীলঙ্কার ওই আইনসভার সদস্যের নাম অমরকীর্তি আতুকোহালা। তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজাপক্ষেরই দলের সদস্য। সোমবার রাজাপক্ষে আচমকা তাঁর ইস্তফার কথা ঘোষণা করার পর তাঁর সমর্থকেরা বিক্ষোভ দেখাতে অস্ত্র নিয়ে পথে নামেন। নিত্তমবুয়ায় তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। সূত্রের খবর, গাড়ি আটকে যাওয়ায় ক্ষিপ্ত অমরকীর্তি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। তার কিছুক্ষণ পর তাঁকে কাছেই একটি বাড়িতে আশ্রয় খুঁজতে দেখা যায়। পরে সেখানেই পাওয়া যায় তাঁর প্রাণহীন দেহ।

Advertisement

শ্রীলঙ্কায় গত এক মাসের অর্থনৈতিক সঙ্কটাপন্ন পরিস্থিতির জেরে প্রধানমন্ত্রী মাহিন্দার ইস্তফার দাবি তুলেছিল দেশের আমজনতা। অবশেষে সোমবার দুপুরে ৭৬ বছরের রাজাপক্ষে পদত্যাগ করেন। ইস্তফার ঘোষণা করে রাজাপক্ষে বলেন, আমি ইস্তফা দিচ্ছি যাতে দেশের মানুষ একটি সর্বদলীয় সরকার তৈরি করতে পারে, যারা দেশের ভাল-মন্দ দেখবে। আশা করব সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে তৈরি ওই সরকার দেশকে এই অর্থনৈতিক সঙ্কটের মধ্যে থেকে টেনে তুলতে পারবে।’’

Advertisement

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতব্যা রাজাপক্ষে। তিনি মাহিন্দার ছোট ভাই। তাঁর কাছেই নিজের ইস্তফা পত্রটি জমা দিয়েছেন মাহিন্দা। সেই সঙ্গে দেশের ভাবী ইউনিটি গভর্নমেন্টের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement