NASA

'মহাকাশ থেকে ফিরে মাটিতে পা রাখা সহজ নয়', বলছেন নাসা'র বিজ্ঞানী

বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন মহাকাশে থাকবার ফলে মানবদেহের বেশ কিছু পেশি সহজে কাজ করতে পারে না। হাঁটার অভ্যাসও নষ্ট হয়ে যায়। তাই মহাকাশ থেকে ফিরবার পরেই শারীরিক পরীক্ষার সঙ্গে সঙ্গে পায়ে হাঁটার অভ্যাসও রীতিমতো করতে হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৬:০০
Share:

এই সেই বিজ্ঞানী ড্রিউ ফিউস্টেল।

মহাকাশে হেঁটে আসবার পর কি আর মাটিতে পা পড়ে! এমনটাই মনে হতে পারে নাসার মহাকাশচারী ড্রিউ ফিউস্টেল সম্বন্ধে। সম্প্রতি ১৯৭ দিন মহাকাশে কাটিয়ে ফিরে এসেছেন ড্রিউ। কিন্তু ফিরে এসে পৃথিবীর মাটিতে পা ফেলে হাঁটতে অসুবিধা বোধ করছেন তিনি। নাসার তরফে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে চোখ বুজে সামান্য পথও কিছুতেই সোজা ভাবে হাঁটতে পারছেন না তিনি। মহাকাশচারীর পৃথিবীতে পায়ে হাঁটার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন মহাকাশে থাকবার ফলে মানবদেহের বেশ কিছু পেশি সহজে কাজ করতে পারে না। হাঁটার অভ্যাসও নষ্ট হয়ে যায়। তাই মহাকাশ থেকে ফিরবার পরেই শারীরিক পরীক্ষার সঙ্গে সঙ্গে পায়ে হাঁটার অভ্যাসও রীতিমতো করতে হয়।

৫৬ বছর বয়সী ড্রিউয়ের এটি নবম মহাকাশচারনা। তাঁর বয়সের সঙ্গে তাল রেখেই এই বারের মহাকাশ অভিযানের নাম রাখা হয়েছিল, ‘এক্সপিডিশন ৫৬’।

Advertisement

আরও পড়ুন: রাস্তায় ফেলে রেখে চলে যাচ্ছেন পোষ্যকে, ডাকে সাড়া দিলেন না অমানবিক মালিক

আরও পড়ুন: ফের আশঙ্কা সুনামির, মৃত বেড়ে ৩৭৩

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement