International News

হাত দিয়ে বরফ ভেঙে মহিলাকে উদ্ধার, দেখুন সেই ভিডিও

এক সময় হাত পাও শিথিল হয়ে এল বৃদ্ধার। ঠাণ্ডায় রক্তও যেন জমাট বাঁধতে শুরু করে দিয়েছে ততক্ষণে। বাঁচার আশাও প্রায় নেই। কিন্তু না, শেষ পর্যন্ত বেঁচে ফিরলেন বৃদ্ধা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১৯:২২
Share:

নদী থেকে মহিলাকে টেনে তুলছেন শি লি। ছবি:ইউটিউবের সৌজন্যে।

প্রবল ঠাণ্ডায় গলা অবধি জলে ডুবে খাবি খাচ্ছেন এক বয়স্কা মহিলা। তার আশ পাশের জল ততক্ষণে জমাট বাঁধতে শুরু করেছে। ভেসে থাকার মরিয়া লড়াই চলছে।

Advertisement

এক সময় হাত পাও শিথিল হয়ে এল বৃদ্ধার। ঠাণ্ডায় রক্তও যেন জমাট বাঁধতে শুরু করে দিয়েছে ততক্ষণে। বাঁচার আশাও প্রায় নেই। কিন্তু না, শেষ পর্যন্ত বেঁচে ফিরলেন বৃদ্ধা। আর আসন্ন মৃত্যুর মুখ থেকে তাঁর বেঁচে ফেরার কাহিনীও ভিডিওবন্দি হয়ে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার চিনের হেবেই প্রদেশে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে, জলে পড়ে হাবুডুবু খাচ্ছেন এক মহিলা। তাঁকে বাঁচাতে ছুটে এসেছেন আরও দু’জন। দু’হাত দিয়ে বরফ ভেঙে মহিলাকে জল থেকে টেনে তুলছেন এক জন ব্যক্তি। আর পিছন থেকে ওই ব্যক্তিকে উপরে উঠে আসতে সাহায্য করছেন আরও এক জন।

Advertisement

দেখুন ভিডিও:

আরও পড়ুন:

বাড়ি সেজেছে বরফের ঝরনায়! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

পুষ্যি নিয়ে দিক ভুলে সমুদ্রে সাত মাস! উদ্ধার নাবিক

বৃদ্ধা মহিলাকে বাঁচিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রভূত প্রশংসা কুড়িয়েছেন, শি লি। সাউথ চিনা মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বছর চুয়ান্নর শি বলেছেন, ‘‘বৃদ্ধা মহিলাকে জলে পড়ে যেতে দেখে বাইক থামিয়ে ছুটে আসি। জল খুব ঠাণ্ডা ছিল। কিন্তু এত কিছুর ভাবার সময় তখন ছিল না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement