International News

চিনের কিন্ডারগার্টেনের সামনে বিস্ফোরণে নিহত ৭, আহত ৫৯

কিন্ডারগার্টেন ছুটি হওয়ার পর খুদে পড়ুয়াদের জন্য স্কুলের গেটের সামনে অপেক্ষা করছিলেন বহু অভিভাবক। অনেক পড়ুয়াই তখন মা-বাবার হাত ধরে বাড়ির পথে রওনা দিয়েছে। সে সময়ই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ২০:১৭
Share:

ছবি: সংগৃহীত।

পূর্ব চিনের একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণে নিহত হল ৭ জন। আহত অন্তত ৫৯। পুলিশ জানিয়েছে, জিয়াংশু প্রদেশের ফেংশিয়ান-এ বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ওই বিস্ফোরণ ঘটে। ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন। শীর্ষ পুলিশকর্তারা জানিয়েছেন, এটি নাশকতামূলক হামলা কি না তা নিয়ে এখনও নিশ্চিত নন তাঁরা। তবে দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

Advertisement

এ দিন কিন্ডারগার্টেন ছুটি হওয়ার পর খুদে পড়ুয়াদের জন্য স্কুলের গেটের সামনে অপেক্ষা করছিলেন বহু অভিভাবক। অনেক পড়ুয়াই তখন মা-বাবার হাত ধরে বাড়ির পথে রওনা দিয়েছে। সে সময়ই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। স্থানীয় এক দোকানদার বলেন, “প্রথমে তো ভেবেছিলাম আশপাশের কোনও খাবারের স্টলে বিস্ফোরণ হয়েছে।” বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অ্যাম্বুল্যান্স ও পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

Advertisement

জ্বলন্ত টাওয়ারের ১০ তলা থেকে শিশুকে ছুড়ে বাঁচিয়ে মারা গেলেন মা

চিনের পিপলস ডেইলি সংবাদপত্রের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। মোবাইল ক্যামেরায় তোলা ওই ভিডিওতে দেখা গিয়েছে, কিন্ডারগার্টেনের গেটে পড়ে রয়েছে প্রায় ডজনখানেক মানুষজনের মৃতদেহ। চার পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে রক্তেমাখা জামাকাপড়, চটি-জুতো।

চিনের আর একটি সংবাদপত্রে শিয়ানদাইকুয়াইবাও জানিয়েছে, এক অজ্ঞাতপরিচয় প্রত্যক্ষদর্শীর দাবি, রান্নার গ্যাসের একটি বোতল ফেটে এই বিস্ফোরণ হয়েছে। তবে ঘটনার তদন্তে নেমে সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement