তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ কম্পন অনভূত হয়। প্রাথমিক ভাবে সুনামির সতকর্তা জারি হলেও পরে তা তুলে নেয় প্রশাসন। মার্কিন ভূতত্ত্ববিভাগ জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল কোটা টারনেট উপকূলের উত্তরপশ্চিমে, সমুদ্রের নীচে ৪৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় এক মিনিট।
মালুকুতে ভূমিকম্পের কিছু পরেই কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২। তার কিছু পরে ভূ-কম্প অনুভূত হয় সিতারো দ্বীপপুঞ্জেও। ভূমিকম্পের জেরে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই। তবে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের বিদ্যুৎ সংযোগ এ দিন দীর্ঘক্ষণ বিচ্ছিন্ন ছিল। ভূমিকম্পের তীব্রতায় প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে প্রাথমিক ভাবে বলা হয়, ধ্বংসাত্মক সুনামি না হলেও, উপকেন্দ্রের আশপাশে ৩০০ কিলোমিটার উপকূলবর্তী অঞ্চলে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে।
সুনামির সতর্কতা জারি করা হয় ফিলিপিন্স, পলাউ, পাপুয়া নিউ গিনি, সলমন-মার্শাল দ্বীপপুঞ্জ এমনকী তাইওয়ান এবং জাপানের অকিনওয়াতেও। জানানো হয়, মালুকুতে ভূমিকম্পের আধ ঘণ্টার মধ্যে ৩০ সেন্টিমিটার থেকে এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়বে ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে।
ইন্দোনেশিয়ার প্রশাসনের তরফে উপকূলবর্তী বাসিন্দাদের সরে যেতে বলা হয়।