ছ’বছরের কোরিয়ান বোরাম। ছবি টুইটার থেকে সংগৃহীত।
আহ হোয়ে জিন। দক্ষিণ কোরিয়ার ছয় বছরের এক বালিকা। বোরাম নামেই যে নেটদুনিয়ায় খ্যাত। সম্প্রতি সিওল শহরের গ্যাংনাম এলাকায় পাঁচ তলা একটি বাড়ি কিনেছে সে। সেই বাড়ি কিনতে তার খরচ হয়েছে প্রায় ৮০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৫ কোটি টাকা।
এই বয়সে এত টাকা কী করে পেল বোরাম? বোরামের দু’টি ইউটিউব চ্যানেল আছে। সেই সব চ্যানেলের ফলোয়ার সংখ্যা তিন কোটিরও বেশি। বোরাম টিউবটয় রিভিউ ও বোরাম টিউব ব্লগ নামের সেই দু’টি চ্যানেল চালায় সে। প্রথম চ্যানেলে তাকে বিভিন্ন ধরনের খেলনার বিশ্লেষণ ও দ্বিতীয় চ্যানেলে উঠে আসে বোরামের রোজকার জীবনের গল্প।
বিপুল ফলোয়ার থাকা এই দু’টি ইউটিউব চ্যানেল থেকে বোরামের প্রতি মাসে রোজগার হয় ২১ কোটি টাকার কাছাকাছি। নিজের রোজগার করা সেই টাকা দিয়েই ওই বাড়ি কিনেছে সে।
আরও পড়ুন: ছবিতে ঘাপটি মেরে রয়েছে ৭ ফুটের পাইথন! খুঁজে পাচ্ছেন?
আরও পড়ুন: ইনস্টাগ্রামে ফলোয়ার হারানোর ভয়ে প্রেমিকের সঙ্গে ব্রেকআপ করলেন জনপ্রিয় মডেল!