ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। — ফাইল ছবি।
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। তবে এখনও পর্যন্ত প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। সংশ্লিষ্ট দফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎস তাজিকিস্তানে।
সূত্রের খবর, স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ কেঁপে ওঠে পাকিস্তানের বিস্তীর্ণ অংশ। রেডিয়ো পাকিস্তান জানাচ্ছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। মূলত কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং অন্যান্য এলাকায়।
দুনিয়ার অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত পাকিস্তান। ২০০৫ সালে ভয়ঙ্কর ভূমিকম্পে পাকিস্তানে মৃত্যু হয়েছিল অন্তত ৭৪ হাজার মানুষের।