Attack

আমেরিকায় তরুণীর ‘হঠাৎ’ আক্রমণে জখম পাঁচ

পুলিশ জানিয়েছে, কম করেও পাঁচ জনের উপর হামলা চালিয়েছেন ডেনিস। তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা। তাঁদের সকলেরই বয়স ১৯ থেকে ৩৪ বছরের কোঠায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০২৩ ০৮:৫০
Share:

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রহারের এই ছবি। ফাইল ছবি।

পথচারীদের বেসবল ব্যাট দিয়ে এলোপাথাড়ি মারছেন এক তরুণী। এমনকি সেই মার থেকে বাদ পড়ছেন না প্যারাম্বুলেটর ঠেলে নিয়ে যাওয়া মায়েরাও! সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা যাচ্ছে এমনটাই। যা দেখে স্তম্ভিত নেটিজ়েনরা। আমেরিকার শিকাগোতে গত ৭ মে থেকে ৯ মে পর্যন্ত কার্যত টানা তিন দিন হামলা চালিয়ে গিয়েছিলেন ভিডিয়োর ওই তরুণী, আক্রান্তদের কাছ থেকে অভিযোগ পেয়ে শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে পুলিশ। বছর ২৬-এর ওই তরুণীর নাম ডেনিস সোলোরজ়ানো। তাঁর বিরুদ্ধে অহেতুক হামলার একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, কম করেও পাঁচ জনের উপর হামলা চালিয়েছেন ডেনিস। তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা। তাঁদের সকলেরই বয়স ১৯ থেকে ৩৪ বছরের কোঠায়। নিজের সাদা গাড়ি করে হামলার স্থানে আসতেন ডেনিস, তার পর ব্যাট হাতে নেমে চালাতেন আক্রমণ। এক জন অভিযোগ জানিয়েছেন, ডেনিস তাঁকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর করেছেন। জামা ছিড়ে আঁচড়েও দিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ডেনিসের কোনও পূর্ব অপরাধের নজির নেই। ঠিক কী কারণে তাঁর এই আচরণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement