দফতরে বন্দুকবাজের হানা, হত ৫ অরল্যান্ডোয়

গত বছর জুনে সমকামীদের ওই নাইটক্লাবে হামলা চালিয়েছিল আফগান বংশোদ্ভূত এক যুবক। প্রাণ গিয়েছিল ৫০ জনের। প্রাথমিক ভাবে ঘটনাটিকে সন্ত্রাস হামলা বলে মনে হলেও, পরে সিআইএ জানিয়েছিল, হামলাকারী ওমর মতিন কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত নয়।

Advertisement

সংবাদ সংস্থা

অরল্যান্ডো শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ০২:৩৬
Share:

ফের বন্দুকবাজের হানা মার্কিন মুলুকে।

Advertisement

পাল্স নাইটক্লাবে হামলার বর্ষপূর্তির আগে আবারও কেঁপে উঠল ফ্লোরিডা স্টেটের অরল্যান্ডো শহর। এ বার নিশানায় এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সদর দফতর। স্থানীয় প্রশাসন তথা অরেঞ্জ কাউন্টি শেরিফের দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালের এই ঘটনায় মারা গিয়েছেন এক মহিলা-সহ পাঁচ জন। পরে আত্মঘাতী হয় সেই বন্দুকবাজও।

গত বছর জুনে সমকামীদের ওই নাইটক্লাবে হামলা চালিয়েছিল আফগান বংশোদ্ভূত এক যুবক। প্রাণ গিয়েছিল ৫০ জনের। প্রাথমিক ভাবে ঘটনাটিকে সন্ত্রাস হামলা বলে মনে হলেও, পরে সিআইএ জানিয়েছিল, হামলাকারী ওমর মতিন কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত নয়।

Advertisement

এ দিনের হামলাতেও প্রাথমিক ভাবে সন্ত্রাসের কোনও যোগসূত্র পায়নি পুলিশ। মনে করা হচ্ছে, গত এপ্রিলে ওই প্রতিষ্ঠান থেকে ছাঁটাই হওয়ার কারণেই এমন কাণ্ড ঘটায় জন রবার্ট নিউম্যান জুনিয়র নামের ওই হামলাকারী। নিহতদের অন্তত এক জনের উপর তার ব্যক্তিগত আক্রোশ ছিল। অরল্যান্ডোর উত্তরপূর্ব শহরতলির ফরসিথ রোডের এই বেসরকারি অফিসটিতে তখন সবে ভিড় জমাতে শুরু করছেন কর্মচারীরা। তাল কাটে হঠাৎ গুলির শব্দে।

আরও পড়ুন: হরিদ্বারে গিয়ে বাবা-মায়ের জন্য মন খারাপ হল সানির

এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘এক কাপ কফি নিয়ে নিজের টেবিলে বসতে যাচ্ছি। হঠাৎ ভয়ঙ্কর একটা শব্দ কানে এলো, ঘাড় ঘুরিয়ে দেখলাম, আমাদের বস গুলি খেয়ে মাটিতে পড়ে কাতরাচ্ছেন।’’ মুহূর্তে শোরগোল পড়ে যায় গোটা অফিসে। খবর যায় পুলিশের কাছেও। প্রায় সঙ্গে সঙ্গে বাহিনী এসে দখল নেয় লাগোয়া পার্কিং এলাকার। শুরু হয় সংঘর্ষ। যদিও তা বেশি ক্ষণ স্থায়ী হয়নি বলেই স্থানীয় সূত্রের খবর।

নিহত হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করেনি প্রশাসন। একের পর এক হামলা আর হিংসায় গত কয়েক বছরে অরল্যান্ডো যে ভাবে জেরবার হয়ে উঠেছে, তা নিয়ে আজ আশঙ্কা ব্যক্ত করেন ফ্লোরিডার গভর্নর রপিক স্কট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement