Tokyo Paralympics 2020

News of the day: আফগানিস্তানের সঙ্কট থেকে টোকিয়োর লড়াই, আজ সারাদিন নজরে থাকবে আর কী কী

টোকিয়ো প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রো-এ ব্রোঞ্জ পদক জিতলেও যোগ্যতা ভাঁড়ানোর অভিযোগে তা খোয়াতে হয়েছে বিনোদ কুমারকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ০৯:০৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ক্রমে আরও কঠিন হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। প্রায় প্রতিরোধহীন ক্ষমতা দখলের পর যে নতুন করে উত্তরের জোট (নর্দান অ্যালায়েন্স)–এর প্রতিরোধের মুখে পড়তে হবে তালিবানকে, তা হয়তো তারা ভাবেনি। কিন্তু পঞ্জশির নতুন এক প্রতিরোধ তৈরি করেছে। কী বলছে তালিবান? শেষ পর্যন্ত কোথায় যাবে আফগানিস্তানের পরিস্থিতি, সেই দিকে নজর থাকবে মঙ্গলবারও। পাশাপাশি, আফগানিস্তানের প্রেক্ষিতে ভারতের কূটনৈতিক গতিপথ কী হতে চলেছে, আজ নজর থাকবে সেই দিকেও।

Advertisement

প্যারালিম্পিক্সে ভারতের আকাশছোঁয়া সাফল্যের মধ্যেই এসেছে খারাপ খবর। টোকিয়ো প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রো-এ ব্রোঞ্জ পদক জিতলেও যোগ্যতা ভাঁড়ানোর অভিযোগে তা খোয়াতে হয়েছে বিনোদ কুমারকে। সোমবার জানিয়ে দেওয়া হয়েছে পদক পাচ্ছেন না ভারতীয় এই প্যারাঅ্যাথলিট। আজ ভারতের ঘরে আরও কোনও পদক আসে কি না, নজর থাকবে সে দিকেও।

এ ছাড়াও আজ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লিতে নীতি আয়োগের দফতরে যাবেন রাজ্যের মন্ত্রী-বিধায়কেরা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘ দিন ধরেই ক্ষোভ জানিয়ে আসছে রাজ্য। প্রতি বছরই বৃষ্টিতে প্লাবিত হয় ঘাটাল। আজ সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নতুন কোনও আসে কি না তা-ও দেখার। এ ছাড়া সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রী নুসরত। তাঁকে গাড়ি চালিয়ে বাড়ি নিয়ে গিয়েছেন যশ। কেমন থাকেন নুসরত এবং সদ্যোজাতের স্বাস্থ্য, নতুন কিছু বলেন কি না যশ বা নুসরত, সে দিকেও তাকিয়ে থাকতে হবে আজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement