Kabul

কাবুলের মসজিদে আবার বোমা বিস্ফোরণ, নিহত তিন জন, আহত কমপক্ষে ২৫

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কাবুলে অভ্যন্তরীণ মন্ত্রকের সদর দফতর চত্বরে একটি মসজিদের কাছে ওই বোমা বিস্ফোরণ ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ১৯:৫১
Share:

কাবুলে অভ্যন্তরীণ মন্ত্রকের সদর দফতর চত্বরে একটি মসজিদের কাছে ওই বোমা বিস্ফোরণ ঘটেছে।

কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণের রেশ কাটতে না-কাটতেই রাজধানী শহরের মসজিদে বোমা বিস্ফোরণ। বুধবারের ওই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কাবুলে অভ্যন্তরীণ মন্ত্রকের সদর দফতর চত্বরে একটি মসজিদের কাছে ওই বোমা বিস্ফোরণ ঘটেছে। কয়েক দিন আগেই শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চলেছে। ওই ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে মহিলা ৪৬ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এর মাসখানেক আগে কাবুলের আরও একটি মসজিদে হামলা চালানো হয়। ওই বিস্ফোরণে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়। অন্তত ৪০ জন আহত হন।

তালিবান ক্ষমতা দখল করার পর থেকে ধারাবাহিক ভাবে একের পর এক হামলায় রক্তাক্ত হয়েছে আফগানিস্তানের মাটি। বিশেষ করে নিশানা করা হচ্ছে শিয়া মসজিদগুলিকে। যাতে প্রাণ হারাচ্ছেন নিরীহ আফগান নাগরিকেরা। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির ইসলামিক স্টেটের খোরাসন (আইএস-কে) শাখার দিকে। সাউথ এশিয়ান টেররিজ়ম পোর্টাল বা এসএটিপি-র পরিসংখ্যান বলছে, শুধুমাত্র চলতি বছরেই আফগানিস্তান জুড়ে ২০৭টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। যাতে মৃত্যু হয়েছে কমপক্ষে দেড়শো জনের। যার জেরে প্রশ্ন উঠছে, শাসক তালিবান মুখে বারবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা বললেও শাসনের দ্বিতীয় দফায় গোটা দেশে কি তারা শান্তি রক্ষায় পুরোপুরি ব্যর্থ? ধীরে ধীরে কি তাদের কর্তৃত্বের রাশ আলগা হচ্ছে?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement