Moscow

রাশিয়ায় স্কুলে বন্দুকবাজের হামলা, হত অন্তত ১৩

ভারতীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটেছে কাজান শহরে। এর পিছনে এক বা একাধিক বন্দুকবাজ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৭:২৬
Share:

হামলার পর কাজানের সেই স্কুলে নিরপত্তাকর্মীদের তৎপরতা। ছবি- রয়টার্স।

আমেরিকায় গত কয়েক বছরে যা হামেশাই ঘটেছে, এ বার তা ঘটল রাশিয়ায়। একটি স্কুলে বন্দুকবাজের হামলায় অন্তত ১৩টি শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর জখম বহু। আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি করানো হয়েছে আরও ১২ জনকে। ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করা হয়েছে। রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। রাশিয়ায় কোনও স্কুলে বন্দুকবাজের হামলার শেষ ঘটনা ঘটেছিল ২০১৮-য়। ক্রিমিয়ায়। ওই ঘটনায় নিহত হয়েছিল ১৯টি শিশু, কিশোর। বন্দুকবাজ পরে আত্মঘাতী হয়েছিল।

Advertisement

রাশিয়ার আরআইএ সংবাদ সংস্থা জানাচ্ছে, মঙ্গলবার এই ঘটনা ঘটেছে কাজান শহরে। এর পিছনে এক বা একাধিক বন্দুকবাজ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মুসলিম অধ্যুষিত কাজান শহরটি মস্কোর ৪৫০ মাইল পূর্বে তাতারস্তানে।

রুশ সংবাদসংস্থাটি তার খবরের সঙ্গে এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, হামলার সময় ৫ তলা স্কুলবাড়ির ৪ তলা থেকে দু’টি শিশু সিঁড়ি দিয়ে লাফিয়ে নামার চেষ্টা করছে।

Advertisement

অন্য কয়েকটি রুশ সংবাদসংস্থা জানাচ্ছে, এই হামলা চালিয়েছে দুই কিশোর বন্দুকবাজ। কেউ বলছে বন্দুকবাজ ছিল এক জনই।

সংবাদ সংস্থার খবর, স্কুলের ৫ তলায় ৬-৭টি শিশুকে আটকে রেখে গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement