স্থগিত হল কৌস্তুভের গ্রেফতারি

শিল্পপতি কৌস্তুভ রায়ের গ্রেফতারির উপরে স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কায়েত ওই রায় দিয়েছেন। এর আগে কালকাজি থানায় কৌস্তুভের সংস্থার ‘বিল ডিসকাউন্টিং’ বা লেনদেন নিয়ে দিল্লি পুলিশের দায়ের করা একটি মামলার ভিত্তিতে গত মাসে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ০৩:৩২
Share:

শিল্পপতি কৌস্তুভ রায়ের গ্রেফতারির উপরে স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কায়েত ওই রায় দিয়েছেন। এর আগে কালকাজি থানায় কৌস্তুভের সংস্থার ‘বিল ডিসকাউন্টিং’ বা লেনদেন নিয়ে দিল্লি পুলিশের দায়ের করা একটি মামলার ভিত্তিতে গত মাসে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে কৌস্তুভ প্রথমে নিম্ন আদালতে এবং কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানান। কোর্ট তা মঞ্জুর করে সোমবার কৌস্তুভকে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কৌস্তুভের আইনজীবী সোম মণ্ডল ও সঙ্গীতা মণ্ডল জানান, এ দিন দিল্লি হাইকোর্ট তাঁদের মক্কেলের আবেদনের ভিত্তিতে তাঁর গ্রেফতারির উপরে স্থগিতাদেশ জারি করেছে। সরকারি কৌঁসুলিও কৌস্তুভের আবেদনের বিরোধিতা করেননি। তবে দিল্লি পুলিশ কৌস্তুভকে ডেকে জেরা করতে পারবে বলে জানিয়েছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement