সিঙ্গাপুর সফর নিয়ে শ্বেতপত্র চায় বিজেপি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুর থেকে ফিরে এসেছেন। কিন্তু, তাঁর এই সফর নিয়ে ‘বিতর্ক’ এখনও চলছে। শুক্রবার রাজ্য সরকারের কাছে মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফর নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্য বিজেপি-র সভাপতি রাহুল সিংহ। তাঁর দাবি, রাজ্য সরকারের তরফে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করে ওই সফরের খুঁটিনাটি তথ্য জানানো হোক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৪ ০২:৪৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুর থেকে ফিরে এসেছেন। কিন্তু, তাঁর এই সফর নিয়ে ‘বিতর্ক’ এখনও চলছে। শুক্রবার রাজ্য সরকারের কাছে মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফর নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্য বিজেপি-র সভাপতি রাহুল সিংহ। তাঁর দাবি, রাজ্য সরকারের তরফে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করে ওই সফরের খুঁটিনাটি তথ্য জানানো হোক। বিজেপি-র পাশাপাশি সিপিএম-এর রাজ্য সম্পাদক বিমান বসু-ও দাবি করেন, কোন কোন শিল্পপতি সিঙ্গাপুর সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন তা তালিকা প্রকাশ করে জানাক রাজ্য সরকার।

Advertisement

এ দিন রাহুলবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর ভ্রমণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে রাজ্য সরকার জানাক কারা মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছিল, কত টাকা খরচ হল, কারা সেই টাকা দিল এবং কী কী শিল্প এল।” এ সব তথ্য জানালে সিঙ্গাপুর সফর নিয়ে ধোঁয়াশা কাটবে বলেই মনে করেন রাহুলবাবু।

মুখ্যমন্ত্রীর এক সফর-সঙ্গীকে নিয়ে বিমানবাবু যে প্রশ্ন তুলেছিলেন, এ দিন ফের তার অবতারণা করেন তিনি। বিমানবাবু বলেন, “সফর-সঙ্গী শিল্পপতিদের নামের তালিকা প্রকাশ করলেই জানা যাবে কৃষ্ণকান্ত কয়াল ওই দলের সদস্য ছিলেন কি না।” ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম জানিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতিদের যে প্রতিনিধি দল সিঙ্গাপুর গিয়েছিল সেই দলের মধ্যে কৃষ্ণকান্ত কয়াল ছিলেন না। এই কথা অবশ্য মানতে চাননি বিমানবাবু। তাঁর কথায়, “ছবি দেখে মনে হচ্ছে কৃষ্ণকান্ত কয়াল মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেই সফরে ছিলেন।” মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফর প্রসঙ্গে বিধানসভায় বিরোধী দলনেতা এবং সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র এ দিন কৃষ্ণনগরে বামেদের একটি সভায় বলেন, “সিঙ্গাপুর থেকে উনি শিল্প আনতে গিয়েছেন। আর এ দিক থেকে শিল্প চলে যাচ্ছে।”

Advertisement

মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বিরোধীদের দাবি প্রসঙ্গে সরকারের বক্তব্য জানার জন্য রাজ্যের অর্থমন্ত্রীকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

তবে তৃণমূলের মহাসচিব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিরোধীরা প্রতি দিন নতুন নতুন দাবি তুলছেন। অর্থহীন সব কথা বলছেন।” রাহুলবাবুরা রাজ্য সরকারের ওয়েবসাইট তো দেখেন-ই না এমন কি টিভি-ও দেখেন না বলেও অভিযোগ করেন পার্থবাব। তিনি বলেন, “রাহুলবাবু যদি টিভি দেখতেন তা হলেই আর এই সব অবান্তর দাবি করতেন না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement