রাজ্যে আসছে নির্বাচন কমিশনের পুরো দল। মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত, নির্বাচন কমিশনার এইচ এস ব্রহ্ম ও নাসিম জাইদি, তিন জনই থাকছেন এই দলে। ৫ এপ্রিল, আগামী শনিবার রাতে দলটি কলকাতা আসছে। তার পর থেকে দফায় দফায় বৈঠক করবেন তাঁরা।
কমিশন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতেই নির্বাচন কমিশনাররা বৈঠকে করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্তর সঙ্গে। পরদিন সকাল থেকে দফায় দফায় বৈঠক করবেন তাঁরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ন’টা থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা। তবে আলাদা আলাদা ভাবে। প্রায় আড়াই ঘণ্টা ধরে এই বৈঠকগুলি চলবে। তার পরের দফায় তাঁরা কথা বলবেন রাজ্যের সব জেলাশাসক, পুলিশ সুপার, পাঁচটি কমিশনারেটের পুলিশ কমিশনার, রাজ্যের ৪২ জন রিটার্নিং অফিসারের সঙ্গে। এই বৈঠকে রাজ্যের জন্য কমিশন নিযুক্ত সাধারণ ও নির্বাচনী ব্যয় পর্যবেক্ষকরাও হাজির থাকবেন। কমিশনের এক কর্তা জানান, এর আগে কখনও পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেনি কমিশনের পুরো বেঞ্চ। সে দিক থেকে এটা নতুন ঘটনা।
কমিশনের শেষ বৈঠকটি হবে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকটি হবে সাড়ে ৪টেয়। তার পর হবে সাংবাদিক বৈঠক। ওই রাতে দিল্লি ফিরবেন তাঁরা। তাঁরা যাওয়ার পরে ৭ থেকে ১১ এপ্রিলের মধ্যে তৃতীয় দফায় রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার বিনোদ জুৎসি। প্রথম দু’দফায় যে সব জেলায় ভোট হবে, সেই সব জেলার অফিসারদের সঙ্গে বৈঠক করতে শিলিগুড়ি ও মালদহে যাবেন জুৎসি।