মমতার ছবি নিয়ে ফের সরব গৌতম

তিন বার নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার বার নিজের আঁকা ছবি বিক্রি করেছেন বলে দাবি করলেন সিপিএম নেতা গৌতম দেব। রাজারহাটের দলীয় অফিসে শুক্রবার সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতমবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলেও ছবি বিক্রি করেছেন। কত দামে কার কাছে বিক্রি হয়েছে, সময়মতো তা জানিয়ে দেব!”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৪ ০২:৫৬
Share:

তিন বার নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার বার নিজের আঁকা ছবি বিক্রি করেছেন বলে দাবি করলেন সিপিএম নেতা গৌতম দেব। রাজারহাটের দলীয় অফিসে শুক্রবার সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতমবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলেও ছবি বিক্রি করেছেন। কত দামে কার কাছে বিক্রি হয়েছে, সময়মতো তা জানিয়ে দেব!”

Advertisement

সারদা-সহ কিছু অর্থলগ্নি সংস্থার কাছ থেকে তৃণমূল টাকা নিয়েছে বলে অনেক আগে থেকেই অভিযোগ করছিলেন গৌতমবাবু। মুখ্যমন্ত্রীর আঁকা ছবি অনেক টাকায় ওই সব সংস্থার কর্তারা কিনেছেন বলেও দাবি করেছিলেন তিনি। সেই প্রসঙ্গ তুলেই এ দিন গৌতমবাবু বলেন, “ছবি কে কত টাকায় কিনল, তা সব জানাতে হবে। কাউকে সেই টাকা দান করলেও আয়কর দফতরকে সব জানাতে হয়। তা না করে মমতা আইন ভেঙেছেন।” এর পরেই গৌতমবাবু-সুলভ মন্তব্য, “মমতা ফাঁসবেন! মমতা আইন-ফাইন কিস্যু জানেন না। শেখেনওনি। ওঁর সঙ্গে যে সব চোর-ডাকাত ঘুরে বেড়ায়, তারা মমতাকে আইনটাও শেখায়নি। আর কবে শিখবেন? এখন তো ওঁদের যাওয়ার সময় চলে এসেছে!”

মমতার আঁকা ছবি নিয়ে বিতর্ক শুরু হওয়ায় তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন অবশ্য ইতিমধ্যেই বিবৃতি দিয়ে বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একটিও ছবি নিজের স্বার্থে কখনও বিক্রি করেননি। এক পয়সাও তিনি নিজে নেননি।” তৃণমূল নেত্রীর আঁকা ছবি কোথায় কত বার প্রদর্শিত হয়েছে, কত দামে বিক্রি হয়েছে, তার ব্যাখ্যা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তৃণমূল এবং দলের মুখপত্রের পক্ষ থেকেই সেই সব প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই ছবি যাঁরা কিনেছেন, তাঁরা ওই দুই সংস্থার নামে চেকের মাধ্যমে দাম দিয়েছেন। দু’টি সংস্থার পক্ষ থেকে আয়কর দফতরের কাছে সে সমস্ত তথ্যই জানানো হয়েছে’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement