রাজ্যের ঋণ-মকুবের আর্জি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সঙ্গী হতে নারাজ বামেরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য বৃহস্পতিবার বিরোধীদের তাঁর সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই প্রস্তাব কার্যত খারিজ করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। জ্যোতি বসুর আমলে রাজ্যের নানা দাবি নিয়ে দিল্লি যাওয়ার আবেদনে মমতার সাড়া না দেওয়ার প্রসঙ্গ টেনে এ দিন বিমানবাবু জানান, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে যাওয়ার সময় তৃণমূলকে যেতে বললেও তারা যায়নি।
বিমান বলেন, “এখন কেন উনি মুখ পুড়িয়ে আমাদের যাওয়ার কথা বলছেন?” অতীতে বামেদের অচ্ছুৎ বলে এড়িয়ে যেতেন মমতা। এ দিন বিমানের কটাক্ষ, “আগে তো বলতেন, বামেরা অচ্ছুৎ! এখন কি বামেরা অচ্ছুৎ নয়?”
এ দিন সূর্যবাবুও তাঁদের অবস্থান স্পষ্ট করে বলেন, “যারা টাকা লুঠপাট করেছে, তাদের সিবিআই জেরা করছে, গ্রেফতার করছে। আর উনি ‘আমরা সবাই চোর’ বলে মিছিল বার করছেন! আমরা সেই মিছিলে যেতে পারব না!” তাঁর তির্যক মন্তব্য, “আমি তো ওঁর (মমতা) মতো কাণ্ডজ্ঞানহীন নই! পাগল ছাড়া কেউ ওঁর সঙ্গে যাবে বলে মনে হয় না!”
বামেদের ঋণের বোঝা তাঁদের বইতে হচ্ছে বলে ক্ষমতায় আসার পর থেকে বারবার অভিযোগ করেছেন মমতা। এ দিন সূর্যবাবু বলেন, “ইউপিএ এবং এনডিএ দুই জমানাতেই উনি (মমতা) কেন্দ্রীয় সরকারে ছিলেন। তখন কি উনি পূর্বতন সরকারের ঋণ মকুবের দাবি তুলেছিলেন?” তৃণমূল আমলে রাজ্যের ঋণের পরিমাণ প্রসঙ্গে তিনি বলেন, “চার বছরের তৃণমূল জমানায় যে ৮০ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, সেটা কার পাপ?”