পুরসচিবের সঙ্গে বসে ভোটের দিন বাছবে কমিশন

রাজ্যের ১৭টি পুরসভার নির্বাচনের দিন ঠিক করতে আগামী সপ্তাহেই বৈঠকে বসছেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায়। সেই জন্য তিনি রাজ্যের পুরসচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে ডেকে পাঠাচ্ছেন। ঠিক সময়ে ওই পুরসভাগুলির নির্বাচন শেষ করতে চেয়ে জুনে কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য নির্বাচন কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৪ ০৩:২৩
Share:

রাজ্যের ১৭টি পুরসভার নির্বাচনের দিন ঠিক করতে আগামী সপ্তাহেই বৈঠকে বসছেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায়। সেই জন্য তিনি রাজ্যের পুরসচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে ডেকে পাঠাচ্ছেন।

Advertisement

ঠিক সময়ে ওই পুরসভাগুলির নির্বাচন শেষ করতে চেয়ে জুনে কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের কৌঁসুলি লক্ষ্মীচাঁদ বিয়ানি বৃহস্পতিবার বিচারপতি দেবাশিস করগুপ্তের এজলাসে জানান, পুরভোটের দিন ঠিক করতে সরকারের সঙ্গে আলোচনা চায় কমিশন। তার ভিত্তিতে কমিশন ১০ সেপ্টেম্বর আদালতে জানিয়ে দেবে, কবে নির্বাচন হবে।

কমিশনার নভেম্বরেই ১৭টি পুরসভার মধ্যে ১০টির নির্বাচন শেষ করতে চান। বাকি সাতটি পুরসভাকে প্রস্তাবিত নতুন চারটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত করার কথা। তাই সেগুলির নির্বাচন প্রক্রিয়ায় ছাড় দিতে চায় কমিশন। কমিশনার বলেন, “কমিশনের পক্ষে হাইকোর্টে বলা হয়েছে, সরকার ও নির্বাচন কমিশন বসে ওই পুরসভাগুলির নির্বাচনের দিন ঠিক করবে।”

Advertisement

সময়ে পুরভোট করার জন্য সরকার উদ্যোগী হচ্ছে না বলে অভিযোগ জানিয়ে কমিশন মে মাসে মামলা করে। তখন নির্দিষ্ট সময়ের মধ্যে (৩১ জুলাই) ভোট করতে চেয়েছিল কমিশন। কিন্তু শুনানি দেরিতে শুরু হওয়ায় পরবর্তী কালে ৩১ অগস্টের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করার জন্য আদালতে আবেদন জানায় কমিশন। তখন রাজ্য নির্বাচন কমিশনার ছিলেন মীরা পাণ্ডে। তাঁর অবসরের পরে নতুন কমিশনার হন সুশান্তবাবু। তিনি মামলা তোলেননি। তবে জানিয়ে দেন, এই নিয়ে সরকারের সঙ্গে সংঘাতে যাবেন না।

সরকার হাইকোর্টে হলফনামা দিয়ে বলেছে, কয়েকটি পুরসভার পুনর্বিন্যাসের কাজ চলছে। তার উপরে ভরা বর্ষা। তাই ভোটের জন্য কয়েক মাস সময় দেওয়া হোক। কমিশনের আইনজীবী বলেন, আগামী বছরের মে-জুনে একসঙ্গে ৮১টি পুরসভার নির্বাচন করাতে চায় সরকার। সে-ক্ষেত্রে ১৭টি পুরসভার ভোট নিয়ে অচলাবস্থা তৈরি হবে। তাই অগস্টের মধ্যে ভোট চেয়েছে কমিশন।

কমিশনার জানান, বিচারপতি বদলে গিয়েছেন। নতুন শুনানি হবে। কবে তা শেষ হবে, বলা সম্ভব নয়। তাই পুরসচিবকে ডেকে ভোটের দিন নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement