মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানালেন বিজেপির অসীম সরকার এবং প্রভাকর তিওয়ারি। শুক্রবার দলীয় সরকারি কর্মী সংগঠনের সভায় মুখ্যমন্ত্রী ১০% মহার্ঘ ভাতা ঘোষণা করেন। কিন্তু তার আগে বিধাননগর ও আসানসোল কর্পোরেশন, হাওড়া কর্পোরেশনের ১৬টি ওয়ার্ড, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং বিভিন্ন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর ওই ঘোষণায় নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শুক্রবারই কমিশনারকে চিঠি দিয়েছেন।