দুর্গাপুরে আইইডি বিস্ফোরণে আরও এক জন ধৃত। নাম মনোজ সাউ। বাড়ি শহরের ইস্পাতনগরীতে। ১৭ সেপ্টেম্বর ওই এলাকাতেই বাতিল বৈদ্যুতিন জিনিসপত্র সরানোর সময়ে কৌটোয় থাকা আইইডি ফেটে এক জন নিহত হন। জখম হন তিন জন। ওই সব বাতিল জিনিসের গুদামের মালিক শঙ্কর ক্যাওটকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওখানে আইইডি কী ভাবে এল, শঙ্করকে সে ব্যাপারে জেরা করতে গিয়ে মনোজের নাম পাওয়া যায়। তখন তাঁকে ডেকে শঙ্করের সামনে জেরা করা হয়। অসঙ্গতি মেলায় সোমবার রাতে মনোজকে গ্রেফতার করা হয়। তবে আইইডি-র কৌটো কী ভাবে সেখানে পৌঁছল, তা এখনও পরিষ্কার নয় বলে পুলিশ সূত্রের খবর।