প্রয়াত হলেন লেখক-শিল্পী কমলকুমার মজুমদারের স্ত্রী দয়াময়ীদেবী। বয়স হয়েছিল ৯৩। বেশ কিছু দিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দয়াময়ীদেবী নিজেও লেখালেখি করতেন। ১৯৪৭-এ কমলকুমারের সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৯৭৯-এ লেখকের মৃত্যুর পর থেকে তিনি একাই থাকতেন হাজরা রোডের বাড়িতে। এ মাসেই তিনি সেই বাড়ি ছেড়ে দক্ষিণ কলকাতার একটি বৃদ্ধাশ্রমে থাকতে শুরু করেন। রবিবার সকাল ৮টা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়।