যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য মেট্রোকে পাল্টা চিঠি

ফার্স্ট এড বা মেডিক্যাল ইমার্জেন্সি কোথায় পাওয়া যাবে, তার কোনও দিশা নেই। এমনকি, স্টেশনের বোর্ডের সূচিতে থাকলেও বিনা ঘোষণায় আকছার ট্রেন বাতিলের কোনও ঘোষণা মেট্রোয় হয় না!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৯
Share:

প্রতীকী ছবি।

যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়ে যা দাবি করা হচ্ছে, বাস্তব তার সঙ্গে একেবারেই মিলছে না। এই অভিযোগ জানিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষকে পাল্টা চিঠি দিল যুব লিগ। পরিষেবা, যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর দাবিতে ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠনের আন্দোলনের প্রেক্ষিতে মেট্রো কর্তৃপক্ষ তাদের লিখিত ভাবে নির্দিষ্ট কিছু ব্যবস্থার কথা জানিয়েছিলেন। কিন্তু সেই দাবিকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েই যুব লিগের কলকাতা জেলা সম্পাদক সুদীপ বন্দ্যোপাধ্যায় পাল্টা লিখেছেন, হাতে গোনা কয়েকটি মেট্রো স্টেশন বাদে কোথাও যাত্রীদের জন্য শৌচাগার ব্যবহারের সুযোগ নেই। ফার্স্ট এড বা মেডিক্যাল ইমার্জেন্সি কোথায় পাওয়া যাবে, তার কোনও দিশা নেই। এমনকি, স্টেশনের বোর্ডের সূচিতে থাকলেও বিনা ঘোষণায় আকছার ট্রেন বাতিলের কোনও ঘোষণা মেট্রোয় হয় না! এই পরিস্থিতির উন্নতি না হলে ফের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছে যুব লিগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement