Crime

মাদক বিক্রির অভিযোগে হাতেনাতে পাকড়াও যুবক, উদ্ধার হেরোইন

পুলিশ সূত্রে খবর, এ দিন ঘুটিয়ারি শরিফ এলাকায় লুকিয়ে হিরোইন বিক্রি করছিল আশিক সর্দার নামে ওই যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ২২:৩৩
Share:

ধৃত আশিক সর্দার ও তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদক। নিজস্ব চিত্র

মাদক বিক্রির অভিযোগে শনিবার রাতে এক যুবককে হাতেনাতে ধরল জীবনতলা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে মিলেছে হেরোইন। ওই যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন ঘুটিয়ারি শরিফ এলাকায় লুকিয়ে হেরোইন বিক্রি করছিল আশিক সর্দার নামে ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। কিছু ক্ষণের মধ্যেই সাফল্য মেলে। গ্রেফতার করা হয় আশিককে। তার থেকে কয়েক প্যাকেট হেরোইন মিলেছে। যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, আশিক স্থানীয় মাখালতলা এলাকার বাসিন্দা। দীর্ঘ দিন ধরেই তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগছিল। পুলিশ তাকে খুঁজছিলও। তার বিরুদ্ধে মাদক পাচার বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে জেরা করে ওই চক্রের সঙ্গে জড়িত বাকিদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: নীলবাড়ি দখলের যুদ্ধে ‘অমিত-শস্ত্র’ প্রয়োগ করলেন শাহ অমিত

১৯-এ মেগা শো ঘোষণা শুভেন্দুর, ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ শোনালেন অখিল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement