প্রতীকী ছবি।
বার্ধক্যজনিত অসুস্থতা ও দীর্ঘদিন শয্যাশায়ী থাকার দরুন দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেরেও উঠছিলেন অনেকটা। কিন্তু সোমবারই জানা যায় তিনি কোভিড পজ়িটিভ। মঙ্গলবার রাত ৮টা নাগাদ অধ্যাপক তথা লেখক-অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় (৮২) প্রয়াত হয়েছেন। তাঁর একমাত্র মেয়ে কানাডায় রয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপক মানববাবু বাংলায় বিশ্ব সাহিত্যের এক বিরাট দিগন্ত খুলে দিয়েছিলেন। জুল ভের্ন, এডগার অ্যালেন পো থেকে লাতিন আমেরিকা বা পূর্ব ইউরোপের সাহিত্য সম্ভার খুঁড়ে আনেন তিনি। তাঁর সম্পাদনায় ‘আধুনিক ভারতীয় গল্প’ও পাঁচটি খণ্ডে এক আশ্চর্য ভারত-সন্ধানের স্মারক।