ফের রাজ্যপালের ‘সীমা’ মনে করিয়ে দিলেন পার্থ

আচার্য হিসেবে রাজ্যপালের এক্তিয়ার নিয়ে শুক্রবারও পরস্পরকে বিঁধলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪০
Share:

—ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ থামলেও তরজা থামল না। আচার্য হিসেবে রাজ্যপালের এক্তিয়ার নিয়ে শুক্রবারও পরস্পরকে বিঁধলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে এসে শুক্রবার তিনি বলেন, ‘‘মানুষ ওঁদের ( তৃণমূল) জবাব দিয়ে দিয়েছেন। তবুও পার্থবাবু রাজ্যপাল সম্পর্কে যে ধরনের মন্তব্য করছেন, তা শিক্ষামন্ত্রীর মুখে শোভা পায় না।’’ জবাবে পার্থবাবু বলেন, ‘‘তৃণমূল সরকারের তরফে একাধিক রাজ্যপালের সঙ্গে সরকারের তরফে আমি যোগাযোগ রেখেছি। সকলের সঙ্গেই সরকারের সম্পর্ক স্বাভাবিক ছিল। বাবুল হয়ত এ সব জানেন না।’’

বাবুলের দাবি, আচার্য হিসেবে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডেকে কথা বলতে পারেন। তিনি তাই করেছেন। পার্থবাবু বলেন, ‘‘তৃণমূল সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল পদের প্রতি শ্রদ্ধাশীল। রাজ্যপালের তরফেও তা থাকা উচিত। আমাদের বিবৃতিগুলি বাবুল পড়ে দেখুন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement