ছবি পিটিআই।
মহিলাদের উপর হিংসাত্মক আক্রমণ বন্ধ এবং সিএএ, এনপিআর, এনআরসি বাতিল করার দাবিতে রবিবার আন্তর্জাতিক নারী দিবসে পথে নামছে ‘নারী স্বাধিকার সমন্বয়’। বামপন্থী মহিলা সংগঠন, প্রদেশ মহিলা কংগ্রেস-সহ ৫০টি সংগঠন নিয়ে তৈরি হয়েছে ওই সমন্বয়। তারা রবিবার মৌলালির রামলীলা ময়দান থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবে। মিছিলের উদ্বোধন করার কথা আবৃত্তি শিল্পী ঊর্মিমালা বসুর। সমন্বয়ের তরফে কনীনিকা বসু (ঘোষ), মালিনী ভট্টাচার্য, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্ত প্রমুখ বৃহস্পতিবার ব্যাখ্যা করেন, বিজেপি-আরএসএস যখন মানুষের জীবন-জীবিকার উপরে ফ্যাসিবাদী আক্রমণ করছে, তখন মহিলাদের উপরে আক্রমণের মাত্রাও বাড়ছে। এ রাজ্যেও নারী পাচার, মহিলাদের উপরে অ্যাসিড হামলার ঘটনায় রাজ্য সরকার নিষ্ক্রিয়। এই প্রেক্ষিতেই এ বার আন্তর্জাতিক মহিলা দিবসে ওই মিছিলের ডাক দেওয়া হয়েছে। নারী দিবস উপলক্ষে আজ, শুক্রবার কলকাতা পুরসভার সামনে শ্রমজীবী মহিলাদের আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছে সিটু।