প্রতীকী ছবি।
শীতের ইনিংসে বাধা পশ্চিমী ঝঞ্ঝার। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৭ ডিগ্রির ঘরে। ফলে পৌষের শেষে দিনের বেলাতেও ঘামতে হতে পারে শহরবাসীকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই ইঙ্গিত দিচ্ছে।
আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ সেলসিয়াস। সর্বোচ্চ ২৫.৬ ডিগ্রি। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার ঢোকার কারণে, উত্তর-পশ্চিম হাওয়া বাধা পাবে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। পরিবর্তে পূবালী হাওয়ার দাপট চলবে আগামী কয়েক দিন ধরে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার পরিবর্তন ঘটবে দ্রুত। দিনের এবং রাতের তাপমাত্রা বাড়ার কারণে অস্বস্তিও ভালই মালুম হবে। এমনকি, সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৭ ডিগ্রিতে। আগামী দু’দিন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশপাশ ঘোরা ফেরা করে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যান্য জেলাতেও ইতিমধ্যে তাপমাত্রা বেড়েছে। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ৪ ডিগ্রির ঘরে।
আরও পড়ুন: পায়ে অনুযোগের বল, লক্ষ্ণীকে হাওড়া ময়দানে প্রসূনের ডজ
আরও পড়ুন: দুর্ঘটনা এড়ালেন বাবুল সুপ্রিয়, সচিবের গাড়িতে ধাক্কা অন্য গাড়ির